কালের খাঁচা; শ্লোক - ৫০৫

আটকে আছি বর্তমানে ফাঁদে,
ভাবী ভবিষ্যতে ভ্রমে।
আতীত গেছে মুছে; বিভূতিরা
স্মৃতির পাতায় জমে।

পাদটীকা: আমরা সবাই মহাকালের বর্তমান সময়েই বর্তমান। আমরা ঘড়ির কাঁটার মতো ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি আর ভবিষ্যতটাকেও বর্তমানে রূপান্তরিত করছি। বর্তমান অতীতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বর্তমানকে হারাচ্ছি কালের গর্ভে। কোন কোন বর্তমান অতীত হওয়ার সঙ্গে সঙ্গে তা মুছে যাচ্ছে আমাদের স্মৃতি থেকে, আর কোন কোন অতীত ঠাঁই পাচ্ছে চিত্রে ও স্মৃতিতে।
- আরিফুর রহমান, নরওয়ে।

কালের খাঁচা; শ্লোক - ৫০৫


রবীন্দ্র সংগীত; শ্লোক - ৪৩৫

রবীন্দ্রনাথের সংগীতে যাদু মাখানো আছে, 
নিজ ভূম থেকে বহু দূরে থাকি তবু মনে হয় নিকটে বহু কাছে। 
পুরানো স্মৃতি রোমন্থন করি; পঁচিশে বৈশাখে 
সংগীত মূখর উৎসব প্রহর, রবি ঠাকুর আসে আমাদের মাঝে। 

পাদটীকা: প্রতি বছর পঁচিশে থেকে সাতাশে বৈশাখ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা শাহজাদপুরের একটি ঐতিহ্য। সকাল থেকে মধ্য রাত অব্দি আয়োজন করা হতো সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গীতি নৃত্য, মঞ্চনাটক সহ নানা অনুষ্ঠান। মঞ্চনাটকের কোন না কোন চরিত্রে আমি অভিনয় করতাম, কবিতা আবৃত্তি করেছি দু চার বার। অনুষ্ঠানে থাকতো উৎসবের আমেজ, যেন রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। 
 - আরিফুর রহমান, নরওয়ে।


অকৃত্রিম; শ্লোক - ৪২৫

কোন শিশুই আপন ইচ্ছায়
পৃথিবীতে আসে না।
কেউ কখনো মায়ের মতন
যত্নে ভালোবাসে না।

পাদটীকা: কিছু কিছু বিষয় ঘটে প্রাকৃতিক নিয়মে। আর এই কারণেই মায়ের ভালোবাসার তুলনা কারো সাথে হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

শেষ দেখা; শ্লোক - ৪২৩

সেই দেখাই শেষ দেখা ছিলো,
বিদায় বেলায় তা বুঝিনি, মা।
আর কখনোই দেখা হবে না,
হৃদয় জুড়ে হাহাকার শূণ্যতা।

পাদটীকা: ২০১০ সালে আমার মায়ের সঙ্গে শেষ দেখা প্রসঙ্গে। ২০১২ সালে তিনি মারা যান। মৃত্যুকালে শেষ দেখা সম্ভব হয়নি। আর এটিই আমার জীবনের সব চেয়ে বড় অসামর্থতা।
আরিফুর রহমান, নরওয়ে।

সংস্কার; শ্লোক - ৪১৭

ঢেঁকি যদি স্বর্গেও যায়
বাঁধে ঢেঁকি ধান।
বাঙালি জন যেথা যায়
গায় বাংলা গান।

পাদটীকা: মানুষের স্বভাব এবং চিরাচরিত সংস্কার সহজে পরিবর্তন হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

মানুষ স্বল্প সময়ে স্মৃতিভ্রম,
দ্রুত ভুলে যায়, তালকানায়।
ভুলের পালে হাওয়া লাগে,
পুকুর ভরে কচুর পানায়।

পাদটীকা: অবহেলা, এবং যথা সময়ে যথা কর্তব্য সম্পাদন না করার কারণে সমাজে সমস্যা ক্রম বর্ধমান।
আরিফুর রহমান, নরওয়ে।

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

কাল; শ্লোক - ৩৮২

“আজ” একদিন গল্প হবে;
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।

পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

স্থায়ীত্ব; শ্লোক - ৩৪৫

নিত্যদিনের আবেগ কথা
ক্ষণস্থায়ী কেউ না রাখে মনে।
চরম আবেগ দীর্ঘস্থায়ী
রয়ে যায় স্মৃতিতে অবচেতনে।

পাদটীকা: যে সকল বিষয় আমাদের মনে দাগ কাটে, যেমন অতিরিক্ত ভালো লাগা, মন্দ লাগা, অতিরিক্ত আবেগ যেমন কষ্ট, সুখ, বা প্রথম বিশেষ বিষয় সহ যাবতীয় বিশেষ বিষয় আমারদের স্মৃতিতে সঞ্চিত হয়। যে বিষয়গুলো নিয়মিত চর্চিত বা স্মরণ করা হয় তা আমাদের স্মৃতিতে দীর্ঘস্থায়িত্ব লাভ করে। স্মৃতি সঞ্চিত রাখা যে বিষয়গুলোর গুরুত্ব কম, তা আমরা সেভাবে স্মরণে রাখি না।  
আরিফুর রহমান, নরওয়ে।

স্থায়ীত্ব; শ্লোক - ৩৪৫


স্মরণ; শ্লোক - ২৫৫

মাঝে মাঝে মায়ের মুখখানি মনে পরে।
পালন করেছেন দুই ভাইবোনকে একলা ঘরে।
মমতায় আদরে ভালোবাসায় আষ্টেপিষ্টে;
এ কেমন ভুবন, প্রিয়জন চলে যায় চিরতরে?

পাদটীকা: আমার মায়ের স্মরণে।  

 
চিত্র: আরিফুর রহমান

মিনি কাব্য - ২২০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।

মিনি কাব্য - ১৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।

মিনি কাব্য - ১০২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্ম যাহার আছে
মৃত্যু তাহার হবে।
জীবদ্দশার পদচিহ্ন
স্মৃতি হয়ে রবে।

শূণ্যতা; শ্লোক - ৬৫

মাঝে মাঝে বুকের মাঝে শুন্য শুন্য লাগে
মায়ের মুখটা চোখে ভাসে, মাকে মনে পড়ে।
আকাশ ভেঙ্গে কান্না পায়, বুক ভেঙে যায়
বাকিটা পথ হাটতে হবে একা জগৎ-সংসারে।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

স্মৃতি; শ্লোক - ৫১

ফেলে আসা স্মৃতি গুলো
চোখের সামনে ভাসে।
হৃদয় ভেঙ্গে কান্নারা সব
বৃষ্টি হয়ে নয়নে আসে।

পাদটীকা: অতীতের কোন কোন দুঃখের স্মৃতি আমাদের ভাবায়, নয়ন জলে ভাসায়।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: গুগল হতে সংগ্রহ

ছাতা; শ্লোক - ৩৩

একদা, মা ছিল মোর সুখ-দুঃখে
মাথার উপর ছাতা।
আজ, মা আমার কেবলই ছবি
হারানো স্মৃতি গাথা।

পাদটীকা: মা আমার নিকট একজন ছায়া দানকারী বটবৃক্ষের ন্যায় ছিলেন। আজ তিনি কেবলই ছবি, কেবলই স্মৃতি। 
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান 

অবলোকন; শ্লোক - ২০

জন্ম থেকেই দেখে চলছি
কেমন আপন, কেমন পর।
দারিদ্রতা ও প্রাচুর্য দেখেছি
দেখেছি প্রাসাদ, কুঁড়ে ঘর।

পাদটীকা: অভিজ্ঞতার কথা গুলো আমার ব্যক্তিগত। স্বল্প আয়ুর জীবনে নানাবিধ অভিজ্ঞতা লাভ করেছি। অনেক চেনাকে পর আর অচেনাকে আপন হতে দেখেছি। কুঁড়ে ঘর থেকে শুরু করে রাজপ্রাসাদে হেঁটেছি। এখনো প্রতিদিন নতুন নতুন কিছু দেখে চলছি, নতুন নতুন বিষয় শিখে চলছি।
আরিফুর রহমান, নরওয়ে।

অবলোকন; শ্লোক - ২০


তুষার; শ্লোক - ১৬

তুলোর মত ঝরে তুষার
বিন্দু বিন্দু তারা।
শুভ্র সাদা জমাট পাহাড়
নীলাভ গ্রাম পাড়া।

পাদটীকা: শীতের দেশে তুষারপাতের দৃশ্য ভালো লাগে, বিশেষতঃ যখন তা আকাশ হতে ঝরে পরে। তুষারে সূর্যের আলো প্রক্ষেপনের ঝলকানি মুগ্ধ করে।
শীতকালে চারিদিকে সব কিছু সাদা; জমাট বাধা নদের জলের উপর হাটতে হাটতে নিজেকে কল্পলোকের দেবপুত্র মনে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

https://www.shobdo.com/search/label/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

রবি ঠাকুর; শ্লোক - ১৩

তোমার কবিতারা জাগিয়ে ছিল
কিশোর প্রাণে কবি হওয়ার সাধ,
তোমার চিত্রকর্ম দেখে চিত্রকরের;
চিরকাল প্রেরণা তুমি রবীন্দ্রনাথ।

পাদটীকা: রবীন্দ্রনাথ ঠাকুর নামটির সাথে প্রথম পরিচয় প্রথম শ্রেনীতে বইয়ের প্রথম পাতায় জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে। এরপর একটু বড় হওয়ার পর যখন জানতে পারলাম আমাদের শাহজাদপুরে এক কালে উনাদের জমিদারী ছিলো, সেই সুবাদে উনার নামে একটা জাদুঘর আছে। জাদুঘরে রবি ঠাকুরের রচনার পান্ডুলিপি এবং চিত্রকর্ম দেখে অনুপ্রানীত হয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনুপ্রেরণা।
আরিফুর রহমান, নরওয়ে।

রবি ঠাকুর; শ্লোক - ১৩


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন