মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮

মিথ্যার সংখ্যা ক্রমশঃ ঘন,
আগাছায় বাগান হইবে বন।
সত্যের সততা হইবে পরাজিত
মিথ্যেবাদী শাসিবে জনগণ।

পাদটীকা: যে বাগানে ফুলগাছের তুলনায় আগাছার সংখ্যা বেশি সেটি কে বাগান না বলে জঙ্গল বলাই শ্রেয়, কারণ সে বাগান ভূমি আগাছাদের দখলে। যে সমাজে সৎলোক দূর্বল, সে সমাজ অসৎ লোকের অধীনে।
- আরিফুর রহমান, নরওয়ে।

মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮


বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২

তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
বাঙাল হলো এক, উঠলো বেঁজে রণের ঢাক।
পরাস্ত, লেজ গুটিয়ে পালালো পাক।
বজ্রকন্ঠী শেখ মুজিব, বঙ্গ বন্ধু নামেই ডাক।

পাদটীকা: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীন বাংলাদেশ স্থাপনের পিছনে শেখ মুজিবুর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন বলেই, ইতিহাসে তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২


মহাত্মা গান্ধী; শ্লোক - ৪৬৩

স্বাধীনতার লক্ষ্যে ব্রিটিশ বিরোধী
আন্দোলন ডাক; অতঃপর সন্ধি।
ভালোবেসে সবাই মহাত্মা ডাকে,
তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী।

পাদটীকা: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অহিংসবাদী নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রকৃতার্থেই মহান আদর্শিক মানুষ ছিলেন, আর এ কারণেই তিনি বিশ্বব্যাপী মহৎ হৃদয়বান নেতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

মহাত্মা গান্ধী; শ্লোক - ৪৬৩


বাঙাল রাজনীতিক; শ্লোক - ৪৬২

বাঙাল রাজনীতিকেরা
কথায় কথায় মারে চাপা।
তোমার ভোটে জয় যুক্ত
তোমার বুকেই রাখবে পা। 

পাদটীকা: যে রাষ্ট্র ব্যবস্থায় নীতিহীনেরা রাজনীতির হাল ধরে, সে রাষ্ট্রের মানুষের দূর্ভোগের সীমানা অসীম।
আরিফুর রহমান, নরওয়ে।

বাঙাল রাজনীতিক; শ্লোক - ৪৬২


বঙ্গ দেশ; শ্লোক - ৪৫৭

বঙ্গ দেশের জনসংখ্যা কোটি কোটি
তন্মধ্যে মানুষ কিছু হাতে গোনা।
ক্ষমতাবানেরা সেথা পরজীবী কীট;
সে ভূমি উর্বর ফলায় শশ্য সোনা।

পাদটীকা: বাংলাদেশের জনসংখ্যার তুলনামূলক আলোচনায় দক্ষ জনশক্তি সেখানে অপর্যাপ্ত। সোনার বাংলার সোনা অযোগ্য রাজনীতিকের হাতে, দুর্নীতিবাজ ক্ষমতাবানদের দখলে।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ দেশ; শ্লোক - ৪৫৭


পরিষ্কার; শ্লোক - ৪৫৪

ময়লা জলে জিনিস ধুলে
কভু না হয় পরিষ্কার।
সুস্থ সমাজ গড়তে চাইলে
দুর্নীতি করো বহিষ্কার।

পাদটীকা: ক্ষমতার সুষম বন্টন এবং সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। তাই সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে দূর্নীতি দমনের কোন বিকল্প নাই।
- আরিফুর রহমান, নরওয়ে।

পরিষ্কার; শ্লোক - ৪৫৪


প্রতিলিপি; শ্লোক - ৪৪৬

মানুষ তার প্রতিলিপি দেখে 
ঈশ্বরের মূর্তি গড়ে। 
আপন বাক্য প্রতিষ্ঠার তরে 
ঈশ্বরের নামে পড়ে। 

পাদটীকা: মানুষের ক্ষমতা সীমিত, মানুষের কাছে সে রূপ অকল্পনীয় যা সে দেখেনি বা শোনেনি। সসীম ক্ষমতার অধিকারী হওয়ায় আমরা কেবল সেগুলোর দৃশ্যায়ণ করতে পারি যা আমরা দেখেছি বা শুনেছি। 
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিলিপি; শ্লোক - ৪৪৬


চিত্র নাট্য; শ্লোক - ৪৪৩

দুর্বল চিত্রনাট্যে নাটক সিনেমা হয় 
ইতিহাস নয়। 
যাহার বাস্তব ভিত্তি আছে, প্রমাণিত 
ইতিহাস হয়। 

পাদটীকা: কোন বিষয়কে সত্যি দাবি করলেই সেটা সত্যি হয়ে যায় না। কোন বিষয়কে সত্য প্রমান করতে গেলে তাহার বাস্তব ভিত্তি থাকতে হয়। আর কোন ঘটনাটি ইতিহাসের পাতায় স্থান পাবে সেটি সময়ই নির্বাচন করে নিবে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

চিত্র নাট্য; শ্লোক - ৪৪৩


ঘান্দ্য; শ্লোক - ৪৪১

আন্দোলন, রাজনীতি কথায় 
গান্ধী যখন নাম কামায়। 
তখন ঘান্দ্য এসে গান্ধী সাজে 
নাম ভাঙিয়ে দই জমায়। 

পাদটীকা: সুবিধাবাদীরা সর্ব যুগেই বিরাজমান। নিজ স্বার্থ হাসিলের জন্য এরা নানান কৌশল অবলম্বন করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

ঘান্দ্য; শ্লোক - ৪৪১


দরিদ্র রাষ্ট্র; শ্লোক -৪৩৪

রাষ্ট্র দরিদ্র হওয়ার মূল কারণ
দারিদ্র সীমার নীচে থাকা দরিদ্র গণে নয়।
সে রাষ্ট্র মাথা তুলে না দাড়ায়
রক্ষক যেথা ভক্ষক হয়ে লুটেপুটে সব খায়।

পাদটীকা: রাষ্ট্র গরিব হওয়ার পিছে দারিদ্র সীমার নীচে বসবাসকারী নাগরিকদের ভূমিকা শূণ্য। রাষ্ট্র তখনই গরিব হয় যখন রাষ্ট্রে সুষম বন্টনের অভাব দেখা দেয়, প্রশাসনে যখন দুর্নীতির অনুপ্রবেশ ঘটে, শাসক এবং রক্ষক শ্রেণী যখন রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে।
- আরিফুর রহমান, নরওয়ে।


দরিদ্র রাষ্ট্র ভিক্ষুক ভিক্ষা করছেন

ধর্মান্ধতা; শ্লোক - ৪২৮

মানুষের চেয়ে ধর্মান্ধরা
সংখ্যা গুরু যেথা।
মানবতা হুমকির মুখে,
বিপন্ন প্রায় সেথা।

পাদটীকা: যে সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটে, যেখানে ধর্মান্ধরা উগ্রতায় মত্ত হয়, মানুষ সেখানে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়, মানবতা সেখানেই বিপন্ন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


অনাচার; শ্লোক - ৪২৪

দূর্বলের উপর ‌অত্যাচার
হয় নানা অজুহাতে।
ভাতের থালা কেড়ে নিয়ে,
ছাইয়ের থালা পাতে।

পাদটীকা: কোন কোন সমাজে সংখ্যালঘুরা পদে পদে সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত, এবং সবলেরা দুর্বলদের অস্তিত্বকে ভিত্তি করেই প্রতিষ্ঠিত।
আরিফুর রহমান, নরওয়ে।

অনাচার; শ্লোক - ৪২৪

প্রতিষ্ঠা; শ্লোক - ৩৮১

ইতিহাসে অনেক সত্য গিয়েছে
মিথ্যার ছাইয়ে ঢেকে;
অনেক মিথ্যা প্রতিষ্ঠা পেয়েছে
সত্যের রঙে রঙ মেখে।

পাদটীকা: কলম্বাস যেমন আমেরিকার আবিস্কারক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, অনুরূপ ইতিহাসে আরো অনেক অসত্য বিষয় প্রচার প্রচারণায় সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

প্রতীক; শ্লোক - ৩৮০

শাস্তি ও মৃত্যু চিহ্ন “ক্রুশ”
রোমান করেছে “শান্তি” রূপে প্রতিষ্ঠা।
মঙ্গলের প্রতীক “স্বস্তিকা”
জার্মান নাৎসি মেখেছে ঘৃণা’র বিষ্ঠা।

পাদটীকা: যথাযথ ভাবে প্রচার করা গেলে, অন্যায়কেও  ন্যায়  হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। আবার অপপ্রচারে প্রতিষ্ঠিত বিষয়কেও কলুষিত করা স্বভব।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতীক; শ্লোক - ৩৮০

স্বদেশ; শ্লোক - ৩৭৮

জোর যার মুল্লুক তার,
বিড়ম্বনা অশেষ।
উঁয়ে খাওয়া, ঘুণ ধরা
সোনালী স্বদেশ।

পাদটীকা: বাংলাদেশে দুর্নীতি এবং অরাজকতা ক্রমশ বর্ধমান। এক কালের সোনার বাংলাদেশ আজ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ রূপ ধারণ করেছে অন্যায় এবং সুষম বন্টনের অভাবে।  
আরিফুর রহমান, নরওয়ে।
 
ছবি: আরিফুর রহমান

শ্লোক - ৩৭৫

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৫
—————————
কেহ হস্ত ধরিয়া টানিয়া
চুমু নাহি পায়।
কেহ স্পর্শ না করিতেই
পরতে আসে গায়।

রাজনীতি রন্ধন; শ্লোক - ৩৫০

ধর্মের তেলে তরকারী রাঁধো
আমিষ কিম্বা নিরামিষ।
ঐ তেলেতেই রাজনীতি ভাজো
সিন্নি, প্রসাদে একই বিষ। 

পাদটীকা: ধর্মের সাথে রাজনীতি মিশালে ধর্ম বিকৃত এবং বিতর্কিত হয়, কারণ সেটি আর ধর্ম থাকে না, তখন সেটি হয় রাজনৈতিক ক্ষমতা লাভের হাতিয়ার। 
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

বিস্কুটের টুকরো চাইনা
আস্ত বিস্কুট চাই।
বাংলাদেশি হইতে চাইনা
বাঙালি রইতে চাই। 

 পাদটীকা: কোনো ভূখণ্ডকে ভাগ করা যায়, কিন্তু ভূখণ্ডের মানুষের পরিচয় এবং সত্তাকে ভাগ করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

মিনি কাব্য - ৩২৩

মিনি কাব্য - ৩২৩
আরিফুর রহমান
-----------------
রোগাক্রারান্ত রাষ্ট্র সমাজ
যদিও থাকে উর্ধমূখী অর্থনীতি;
ব্যাঙ্ক ভান্ডার শূণ্য করে
পোঁকা মাকড়ের লাগামহীন দূর্নীতি।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২

যে বৃক্ষ প্রতি শাখায় কীটাক্রান্ত
সে বৃক্ষ অসুস্থ।
সে রাষ্ট্র ঘূণে ধরা বিকলাঙ্গ, যেথা
দূর্নীতিবান প্রশস্ত।

পাদটীকা: যে রাষ্ট্রে দুর্নীতিবাজদের হাত প্রশস্ত সে রাষ্ট্র অসুস্থ, রাষ্ট্রের চালিকা শক্তি দুর্নীতিবাজদের কারণে দুর্বল, রাষ্ট্রীয় সম্পদ ভুল হাতের হস্তগত।  
আরিফুর রহমান, নরওয়ে।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন