নিত্যদিনের আবেগ কথা
ক্ষণস্থায়ী কেউ না রাখে মনে।
চরম আবেগ দীর্ঘস্থায়ী
রয়ে যায় স্মৃতিতে অবচেতনে।
ক্ষণস্থায়ী কেউ না রাখে মনে।
চরম আবেগ দীর্ঘস্থায়ী
রয়ে যায় স্মৃতিতে অবচেতনে।
পাদটীকা: যে সকল বিষয় আমাদের মনে দাগ কাটে, যেমন অতিরিক্ত ভালো লাগা, মন্দ লাগা, অতিরিক্ত আবেগ যেমন কষ্ট, সুখ, বা প্রথম বিশেষ বিষয় সহ যাবতীয় বিশেষ বিষয় আমারদের স্মৃতিতে সঞ্চিত হয়। যে বিষয়গুলো নিয়মিত চর্চিত বা স্মরণ করা হয় তা আমাদের স্মৃতিতে দীর্ঘস্থায়িত্ব লাভ করে। স্মৃতি সঞ্চিত রাখা যে বিষয়গুলোর গুরুত্ব কম, তা আমরা সেভাবে স্মরণে রাখি না।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন