তুলোর মত ঝরে তুষার
বিন্দু বিন্দু তারা।
শুভ্র সাদা জমাট পাহাড়
নীলাভ গ্রাম পাড়া।
পাদটীকা: শীতের দেশে তুষারপাতের দৃশ্য ভালো লাগে, বিশেষতঃ যখন তা আকাশ হতে ঝরে পরে। তুষারে সূর্যের আলো প্রক্ষেপনের ঝলকানি মুগ্ধ করে।
শীতকালে চারিদিকে সব কিছু সাদা; জমাট বাধা নদের জলের উপর হাটতে হাটতে নিজেকে কল্পলোকের দেবপুত্র মনে হয়।
বিন্দু বিন্দু তারা।
শুভ্র সাদা জমাট পাহাড়
নীলাভ গ্রাম পাড়া।
পাদটীকা: শীতের দেশে তুষারপাতের দৃশ্য ভালো লাগে, বিশেষতঃ যখন তা আকাশ হতে ঝরে পরে। তুষারে সূর্যের আলো প্রক্ষেপনের ঝলকানি মুগ্ধ করে।
শীতকালে চারিদিকে সব কিছু সাদা; জমাট বাধা নদের জলের উপর হাটতে হাটতে নিজেকে কল্পলোকের দেবপুত্র মনে হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন