অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

সব পুরুষের জন্ম হয়
মাতা নারীর গর্ভে।
অচ্ছুত নারী দূরে থাক
মহা পুরুষ সদর্পে।

পাদটীকা: কোন কোন সমাজে নারীর উন্নয়ণের পথে বাঁধা নারীর গর্ভে জন্ম নেয়া স্বয়ং পুরুষ সন্তানেরা। এই পুরুষেরা, নিজেকে সুপুরুষ, মহাপুরুষ, পবিত্র পুরুষ দাবি করে। অন্য দিকে ৠতুকালীন সময়ের কারণে নারীকে অপবিত্র, অচ্ছুত ঘোষণা করে, অধিকার বঞ্চিত করে। যে নারীত্বের কারণে মানব জন্ম, সেই নারীত্বকে তাচ্ছিল্য বা অপমান করা মোটেও সুপুরুষ, মহাপুরুষ, বা পবিত্র পুরুষের পরিচয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

বেগম রোকেয়া; শ্লোক - ৪৭৩

জাগো গো ভগিনী, অবরোধ-বাসিনী
মশাল হাতে রোকেয়ার ডাকে।
লড়েছেন তিনি বঙ্গ নারীর শিক্ষার তরে
মহিয়সী মানবী প্রণাম তাকে।

পাদটীকা: বেগম রোকেয়া বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। পুরুষের সমকক্ষতা লাভের জন্য এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সংগ্রাম করে গেছেন, নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়াকে আমার প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি।
আরিফুর রহমান, নরওয়ে।

বেগম রোকেয়া; শ্লোক - ৪৭৩


অকৃত্রিম; শ্লোক - ৪২৫

কোন শিশুই আপন ইচ্ছায়
পৃথিবীতে আসে না।
কেউ কখনো মায়ের মতন
যত্নে ভালোবাসে না।

পাদটীকা: কিছু কিছু বিষয় ঘটে প্রাকৃতিক নিয়মে। আর এই কারণেই মায়ের ভালোবাসার তুলনা কারো সাথে হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

শেষ দেখা; শ্লোক - ৪২৩

সেই দেখাই শেষ দেখা ছিলো,
বিদায় বেলায় তা বুঝিনি, মা।
আর কখনোই দেখা হবে না,
হৃদয় জুড়ে হাহাকার শূণ্যতা।

পাদটীকা: ২০১০ সালে আমার মায়ের সঙ্গে শেষ দেখা প্রসঙ্গে। ২০১২ সালে তিনি মারা যান। মৃত্যুকালে শেষ দেখা সম্ভব হয়নি। আর এটিই আমার জীবনের সব চেয়ে বড় অসামর্থতা।
আরিফুর রহমান, নরওয়ে।

মাতা; শ্লোক - ৪০৫

যে কেউ করতে পারে
মায়ের ভূমিকায় অভিনয়।
প্রকৃতার্থে মাতা হওয়া
অভিনয়ের মত সহজ নয়।

পাদটীকা: অভিনয় যে কেউ করতে পারে, কিন্তু প্রকৃতার্থে মা সকলেই হতে পারে না।
আরিফুর রহমান, নরওয়ে।

মা মাতা জননী

নারী; শ্লোক - ৩৫৮

নারীকে ভক্তি করি
নারীকেই পূজি।
নারীতেই ভালোবাসা
প্রেম স্নেহ খুঁজি।

পাদটীকা: নারীকূল ব্যতীত পুরুষকূল অপূর্ণাঙ্গ। মানব জন্ম এই উভয় কূলের যৌথ প্রেমের ফল, পুরুষ হিসেবে নারী বা মাতৃ কূলের প্রতি আমাদের সম্মান, ভক্তি প্রদর্শন করা উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কালার ক্রিসেন্ট

দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

নারীর পরিচয়; শ্লোক - ৩০৭

নারীর বহু পরিচয়;
ভালোবাসা প্রেমিকা,
কন্যা, জায়া, জননী,
দূর্গতিনাশিনী দূর্গা।

পাদটীকা: সমাজ, রাষ্ট্র, বা পৃথিবীর অর্ধাংশ হলো নারী। জগতে নারী আছে বলেই আমরা জন্ম গ্রহণ করি এবং বেঁচে থাকি। নারীকূল ব্যতীত পূরুষকূল অস্তিত্ব শূণ্য।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সোমকোয়ার বিক্রম

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫

দুধের স্বাদ না মেটে ঘোলে
না মেটে ঘোলা জলে।
না মেলে কভু মাতৃ স্নেহ
মাসির কোলে হেলে দুলে।

পাদটীকা: মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। মায়ের শূণ্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫
ছবি: আদ্রিয়েন টেলর

স্মরণ; শ্লোক - ২৫৫

মাঝে মাঝে মায়ের মুখখানি মনে পরে।
পালন করেছেন দুই ভাইবোনকে একলা ঘরে।
মমতায় আদরে ভালোবাসায় আষ্টেপিষ্টে;
এ কেমন ভুবন, প্রিয়জন চলে যায় চিরতরে?

পাদটীকা: আমার মায়ের স্মরণে।  

 
চিত্র: আরিফুর রহমান

তাঁরায়; শ্লোক - ১৪৬

মা হয়তো ভালো আছে
আকাশের তাঁরায়।
মায়ের কথা ভাবলেই,
কবিতা ছন্দ হারায়।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ক্রিস্টোফার রোলার


বন্দনা; শ্লোক - ১০৬

স্বদেশ বন্দনা করি আমি
আবার মাতৃ বন্দনাও করি।
উভয়েরই সন্তান আমি
শ্রদ্ধা ভরে মাথা নত করি।

পাদটীকা: স্বদেশ প্রেম এবং মাতৃ ভক্তি।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: অ্যালেক্স পাসারেলু

শূণ্যতা; শ্লোক - ৬৫

মাঝে মাঝে বুকের মাঝে শুন্য শুন্য লাগে
মায়ের মুখটা চোখে ভাসে, মাকে মনে পড়ে।
আকাশ ভেঙ্গে কান্না পায়, বুক ভেঙে যায়
বাকিটা পথ হাটতে হবে একা জগৎ-সংসারে।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

স্মৃতি; শ্লোক - ৫১

ফেলে আসা স্মৃতি গুলো
চোখের সামনে ভাসে।
হৃদয় ভেঙ্গে কান্নারা সব
বৃষ্টি হয়ে নয়নে আসে।

পাদটীকা: অতীতের কোন কোন দুঃখের স্মৃতি আমাদের ভাবায়, নয়ন জলে ভাসায়।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: গুগল হতে সংগ্রহ

ছাতা; শ্লোক - ৩৩

একদা, মা ছিল মোর সুখ-দুঃখে
মাথার উপর ছাতা।
আজ, মা আমার কেবলই ছবি
হারানো স্মৃতি গাথা।

পাদটীকা: মা আমার নিকট একজন ছায়া দানকারী বটবৃক্ষের ন্যায় ছিলেন। আজ তিনি কেবলই ছবি, কেবলই স্মৃতি। 
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান 

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন