চোরের বড় গলা; শ্লোক - ৫০৬

চুরি করে খেয়ে খেয়ে 
চোর ধার্মীক সাজে। 
সাধুকে দেয় উপদেশ 
“ভালো হও কাজে”। 

পাদটীকা: প্রবাদ আছে চোরের বড় গলা। বাক্যটি শুধু প্রবাদে নয় বাস্তবেও দেখা যায়। বাস্তবেও কোন কোন চোর বা অসৎ ব্যক্তি, সাধু বা সৎ ব্যক্তিদের পিঠ চাপড়ে “ভালো হয়ে যাও” বলে বড় গলায় উপদেশ দিয়ে থাকে। 
আরিফুর রহমান, নরওয়ে।

চোরের বড় গলা; শ্লোক - ৫০৬


কূয়োর ব্যাঙ; শ্লোক - ৫০২

কূয়োর ব্যাঙ সাগরে আসে; 
সাগরের সুখ খায় নোনা জলে ভাসে। 
কূয়োর জ্ঞানে সাগরকে মাপে; 
অথৈই সুখে সর্দিগর্মি, খুশখুশ কাশে। 

পাদটীকা: কোন কোন স্বল্পজ্ঞানী ব্যক্তি ক্ষূদ্রগন্ডি পেরিয়ে যখন সৌভাগ্যক্রমে আপন যোগ্যতার চেয়ে বৃহত্তরগন্ডিতে পদার্পণ করে, তখন সে আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। বৃহত্তরগন্ডি সম্পর্কে স্বল্প জ্ঞানী হয়েও, যখন সে নিজেকে বিজ্ঞ, সর্ব বিষয়ে বিশেষজ্ঞ ও শ্রেষ্ঠ হিসেবে জাহির করার চেষ্টা করে, তখন সে মূলত আপন অজ্ঞতা এবং বৃহত্তরগন্ডিতে নিজেকে অযোগ্য হিসেবেই প্রকাশ করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

কূয়োর ব্যাঙ; শ্লোক - ৫০২


আগাছা; শ্লোক - ৪৭৪

যেথা আগাছা হিসেবে
গোলাপ পুষ্প ফুটে রয়।
সে দেশ আর যার হোক
কোন কুনাগরিকের নয়।

পাদটীকা: কোন স্থানে যদি আগাছা হিসেবে পুষ্পরাজি শোভা ছড়ায়, বুঝতে হবে সে স্থান পুষ্পের জন্য নিরাপদ, সে স্থান পুষ্পগ্রাসী পশু মুক্ত। অনুরূপ যে সমাজে মানুষ নির্ভয়ে চলাচল করে, বুঝতে হবে সে সমাজে সু নাগরিক বসবাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

গোলাপ আগাছা; শ্লোক - ৪৭৪


স্বদেশ বিদেশ; শ্লোক - ৩৫৭

স্বজাতি তাচ্ছিল্য করে
আপদ ভেবে বিদায় করে।
বিজাতি নিকটে ডেকে
সন্মূখে পুষ্প মালা ধরে।

পাদটীকা: স্বদেশে কুকুর, ভিনদেশে ঠাকুর। কোন কোন ব্যক্তি তার নিজ ভূমিতে অবহেলিত, এবং পক্ষান্তরে ভিন দেশে সম্মানিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মার্কাস এইচএমআর

কুশীলব; শ্লোক - ২১৮

চলচ্চিত্র বা মঞ্চের অভিনয়,
নাটক রূপে সনাক্ত করা যায় সহজে।
জীবনের কক্ষপথে নাট্যকার,
কৌশল দেখায়, সত্যি ভাবে সকলে।

পাদটীকা: বাস্তব জীবনে অভিনেতাদের অভিনয় সর্বদা সনাক্ত করা সম্ভবপর হয় না। অধিকাংশ লোকজন সেটাকে সত্যি হিসেবে বিশ্বাস করে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কাইল হেড

পিরানহা; শ্লোক - ১৯১

যে পুকুরের অধিকাংশ পিরানহা, 
সে পুকুরে নামতে লাগে ভয়। 
যদি অক্ষত না ফিরি, ক্ষতি করে; 
সর্বদা আতংক, মনে সংশয়। 

পাদটীকা: যে সমাজের অধিকাংশ মানুষ মানবিক শিক্ষার পরিবর্তে উগ্র মতাদর্শে দীক্ষিত হয়, মানবিকের পরিবর্তে ভিন্ন বিশেষ্যণে নিজেকে বিশেষায়িত করে, অন্য মতাদর্শের মানুষের প্রতি সহনশীলতার পরিবর্তে ঘৃণা লালণ করে। সে সমাজ ভিন্ন মতাদর্শীদের জন্য ঝুকিপূর্ণ স্থান।
আরিফুর রহমান, নরওয়ে।

পিরানহা; শ্লোক - ১৯১


একলা; শ্লোক - ১৬৩

একলা একা পথ চলা
একলা একা হাঁটা।
একলা একা সুখ দুঃখ,
একলা জোয়ার ভাটা।

পাদটীকা: জীবনে কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা একা করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সাইমন মিগাজ

স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

দীর্ঘসূত্রিতা; শ্লোক - ৯৪

করি করি করি বলে
বয়ে যায় বেলা।
শুরু করি করি বলে
শেষ হয় খেলা।

পাদটীকা: কোন কোন কর্ম শুরু করতে গিয়ে দীর্ঘসূচিত্রা তৈরী হয়। করি করি বলেও শুরু করা হয়ে ওঠে না।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: প্যাট্রিক পার্কিনস

মগজ; শ্লোক - ৮১

মগজ যে জনের আবদ্ধ 
ধর্মের খাঁচায়, বা শিকলে। 
সেথা জ্ঞান সুনীতি বাণী
ধরে না, সব যায় বিফলে।  

পাদটীকা: যে ব্যক্তি ধর্মের নামে কোন কিছুতে অন্ধবিশ্বাস বা কোন কুসংস্কারে অন্ধবিশ্বাস করে কট্টর অবস্থানে রয়েছেন। সেই ব্যক্তি সাধারণত বহুকাল ধরে লালন করা ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস বা কুসংস্কারের উপরে ভিন্ন জ্ঞান এবং ভিন্ন নীতিকে সহজভাবে গ্রহণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।


মগজ; শ্লোক  - ৮১

দিনলিপি; শ্লোক - ১৯

ইচ্ছে হলেই কাব্য লিখি
ইচ্ছে হলেই আঁকি।
ইচ্ছে হলেই আকাশ পানে
তাকিয়ে শুধু থাকি।

পাদটীকা:
আমার কোন কোন দিন কাটে উদ্দশ্যহীন। থাকে না কোন গড় বাধা নিয়ম রুটিন। মাঝে মাঝে ইচ্ছের স্রোতে গা ভাসাই, খামখেয়ালী সব কিছু করি যা কিছু মনে চায়।
আরিফুর রহমান, নরওয়ে।
 
দিন লিপি; শ্লোক - ১৯

তুষার; শ্লোক - ১৬

তুলোর মত ঝরে তুষার
বিন্দু বিন্দু তারা।
শুভ্র সাদা জমাট পাহাড়
নীলাভ গ্রাম পাড়া।

পাদটীকা: শীতের দেশে তুষারপাতের দৃশ্য ভালো লাগে, বিশেষতঃ যখন তা আকাশ হতে ঝরে পরে। তুষারে সূর্যের আলো প্রক্ষেপনের ঝলকানি মুগ্ধ করে।
শীতকালে চারিদিকে সব কিছু সাদা; জমাট বাধা নদের জলের উপর হাটতে হাটতে নিজেকে কল্পলোকের দেবপুত্র মনে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

https://www.shobdo.com/search/label/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন