রবীন্দ্রনাথ ঠাকুর; শ্লোক - ৪৬৬

জগৎ জোড়া খ্যাতি তাহার; 
তিনি কবি গুরু, বিশ্বকবি। 
সব্যসাচী ছিলেন; সঙ্গীতে, 
কবিতায়, আঁকতেন ছবি। 

পাদটীকা: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহু গুনে গুণান্বিত এক জন শিল্পী, তিনি তার অমর সৃষ্টি কর্ম সমূহের কারণে মানুষের অন্তরে যুগ যুগ বেঁচে থাকবেন। 
- আরিফুর রহমান, নরওয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুর; শ্লোক - ৪৬৬


রবীন্দ্র সংগীত; শ্লোক - ৪৩৫

রবীন্দ্রনাথের সংগীতে যাদু মাখানো আছে, 
নিজ ভূম থেকে বহু দূরে থাকি তবু মনে হয় নিকটে বহু কাছে। 
পুরানো স্মৃতি রোমন্থন করি; পঁচিশে বৈশাখে 
সংগীত মূখর উৎসব প্রহর, রবি ঠাকুর আসে আমাদের মাঝে। 

পাদটীকা: প্রতি বছর পঁচিশে থেকে সাতাশে বৈশাখ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা শাহজাদপুরের একটি ঐতিহ্য। সকাল থেকে মধ্য রাত অব্দি আয়োজন করা হতো সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গীতি নৃত্য, মঞ্চনাটক সহ নানা অনুষ্ঠান। মঞ্চনাটকের কোন না কোন চরিত্রে আমি অভিনয় করতাম, কবিতা আবৃত্তি করেছি দু চার বার। অনুষ্ঠানে থাকতো উৎসবের আমেজ, যেন রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। 
 - আরিফুর রহমান, নরওয়ে।


রবি ঠাকুর; শ্লোক - ১৩

তোমার কবিতারা জাগিয়ে ছিল
কিশোর প্রাণে কবি হওয়ার সাধ,
তোমার চিত্রকর্ম দেখে চিত্রকরের;
চিরকাল প্রেরণা তুমি রবীন্দ্রনাথ।

পাদটীকা: রবীন্দ্রনাথ ঠাকুর নামটির সাথে প্রথম পরিচয় প্রথম শ্রেনীতে বইয়ের প্রথম পাতায় জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে। এরপর একটু বড় হওয়ার পর যখন জানতে পারলাম আমাদের শাহজাদপুরে এক কালে উনাদের জমিদারী ছিলো, সেই সুবাদে উনার নামে একটা জাদুঘর আছে। জাদুঘরে রবি ঠাকুরের রচনার পান্ডুলিপি এবং চিত্রকর্ম দেখে অনুপ্রানীত হয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনুপ্রেরণা।
আরিফুর রহমান, নরওয়ে।

রবি ঠাকুর; শ্লোক - ১৩


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন