রবীন্দ্র সংগীত; শ্লোক - ৪৩৫

রবীন্দ্রনাথের সংগীতে যাদু মাখানো আছে, 
নিজ ভূম থেকে বহু দূরে থাকি তবু মনে হয় নিকটে বহু কাছে। 
পুরানো স্মৃতি রোমন্থন করি; পঁচিশে বৈশাখে 
সংগীত মূখর উৎসব প্রহর, রবি ঠাকুর আসে আমাদের মাঝে। 

পাদটীকা: প্রতি বছর পঁচিশে থেকে সাতাশে বৈশাখ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা শাহজাদপুরের একটি ঐতিহ্য। সকাল থেকে মধ্য রাত অব্দি আয়োজন করা হতো সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গীতি নৃত্য, মঞ্চনাটক সহ নানা অনুষ্ঠান। মঞ্চনাটকের কোন না কোন চরিত্রে আমি অভিনয় করতাম, কবিতা আবৃত্তি করেছি দু চার বার। অনুষ্ঠানে থাকতো উৎসবের আমেজ, যেন রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। 
 - আরিফুর রহমান, নরওয়ে।


এদিত পিয়াফ; শ্লোক - ৯২

তোমার গানের অর্থ আমি বুঝি না
অভিধানেও খুঁজি না।
তোমার কন্ঠের-সুর-তাল-লয়
আমার হৃদয় ছুয়ে যায়।

পাদটীকা: এদিত পিয়াফ ছিলেন একজন ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী। পিয়াফের সঙ্গীতসমূহ বেশিরভাগ সময় আত্মজীবনীমূলক হত এবং তিনি প্রেম ও বিরহ সম্পর্কিত শাঁসাঁ ও টর্চ ব্যালাডে প্রসিদ্ধ ছিলেন। ফরাসি গায়িকা এদিত পিয়াফ-এর গানের কণ্ঠে মুগ্ধ হয়ে লেখা। 
আরিফুর রহমান, নরওয়ে।


এদিত পিয়াফ

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন