পণ; শ্লোক - ৪৯৫

একলা জগতে আসা;
একলা লড়তে হয়, চলতে হয় পথ।
একলা এগিয়ে যাবো,
লক্ষ্যে পৌছে যাবো, এটাই শপথ।

পাদটীকা: মানব শিশু হিসেবে আমরা ভূমিষ্ট হই একা, এবং মৃত্যু বরণ করি একা। জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাতে কেউ এসে পাশে দাঁড়াবে, এবং সহযোগিতা করবে এই ভাবনায় বসে না থেকে একলা পথ চলতে শেখা উচিত এবং ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও আপন লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।
- আরিফুর রহমান, নরওয়ে।

পণ; শ্লোক - ৪৯৪

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

আপন বিচারে মহৎ কাজে
কেউ যদি না বাড়ায় হাত, না আসে কেউ।
থেমে না থেকে এগিয়ে চলো,
একলা চলো, বুকে নিয়ে উদ্দীপনার ঢেউ।

পাদটীকা:
কোনো কাজের উদ্দেশ্য যদি জন কল্যাণকর হয়, কেউ যদি সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নাও আসে, তাহলেও মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা উচিত। সফল হলে মহৎ উদেশ্য সকলের মঙ্গল বয়ে আনবে, আর উদ্দেশ্য ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা অর্জন হবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

বেগম রোকেয়া; শ্লোক - ৪৭৩

জাগো গো ভগিনী, অবরোধ-বাসিনী
মশাল হাতে রোকেয়ার ডাকে।
লড়েছেন তিনি বঙ্গ নারীর শিক্ষার তরে
মহিয়সী মানবী প্রণাম তাকে।

পাদটীকা: বেগম রোকেয়া বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। পুরুষের সমকক্ষতা লাভের জন্য এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সংগ্রাম করে গেছেন, নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়াকে আমার প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি।
আরিফুর রহমান, নরওয়ে।

বেগম রোকেয়া; শ্লোক - ৪৭৩


বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২

তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
বাঙাল হলো এক, উঠলো বেঁজে রণের ঢাক।
পরাস্ত, লেজ গুটিয়ে পালালো পাক।
বজ্রকন্ঠী শেখ মুজিব, বঙ্গ বন্ধু নামেই ডাক।

পাদটীকা: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীন বাংলাদেশ স্থাপনের পিছনে শেখ মুজিবুর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন বলেই, ইতিহাসে তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২


রবীন্দ্রনাথ ঠাকুর; শ্লোক - ৪৬৬

জগৎ জোড়া খ্যাতি তাহার; 
তিনি কবি গুরু, বিশ্বকবি। 
সব্যসাচী ছিলেন; সঙ্গীতে, 
কবিতায়, আঁকতেন ছবি। 

পাদটীকা: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহু গুনে গুণান্বিত এক জন শিল্পী, তিনি তার অমর সৃষ্টি কর্ম সমূহের কারণে মানুষের অন্তরে যুগ যুগ বেঁচে থাকবেন। 
- আরিফুর রহমান, নরওয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুর; শ্লোক - ৪৬৬


রামমোহন রায়; শ্লোক - ৪৬৫

রাম সীতাকে আগুনে ঠেলেছে
রামমোহন নয়।
সতীদাহে সীতার ত্রাণ কর্তা,
রামমোহন রায়। 

পাদটীকা: রাজা রামমোহন রায় ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। রামমোহন রায় সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য।
আরিফুর রহমান, নরওয়ে।

রামমোহন রায়; শ্লোক - ৪৬৫


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; শ্লোক - ৪৬৪

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ কর
নত মস্তক শ্রদ্ধা প্রাণ ভরে।
সমাজে নারীর অধিকারের তরে
গিয়েছেন ঈশ্বরচন্দ্র লড়ে। 

পাদটীকা: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব এবং একজন সমাজ সংস্কারক। তৎকালীন সময়ে বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলনকারী, একই সাথে বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে অক্লান্ত সংগ্রাম করে গেছেন আর একারণেই যথোচিত শ্রদ্ধার সঙ্গে তাঁকে আমাদের স্মরণে রাখা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; শ্লোক - ৪৬৪


রবি ঠাকুর; শ্লোক - ১৩

তোমার কবিতারা জাগিয়ে ছিল
কিশোর প্রাণে কবি হওয়ার সাধ,
তোমার চিত্রকর্ম দেখে চিত্রকরের;
চিরকাল প্রেরণা তুমি রবীন্দ্রনাথ।

পাদটীকা: রবীন্দ্রনাথ ঠাকুর নামটির সাথে প্রথম পরিচয় প্রথম শ্রেনীতে বইয়ের প্রথম পাতায় জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে। এরপর একটু বড় হওয়ার পর যখন জানতে পারলাম আমাদের শাহজাদপুরে এক কালে উনাদের জমিদারী ছিলো, সেই সুবাদে উনার নামে একটা জাদুঘর আছে। জাদুঘরে রবি ঠাকুরের রচনার পান্ডুলিপি এবং চিত্রকর্ম দেখে অনুপ্রানীত হয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনুপ্রেরণা।
আরিফুর রহমান, নরওয়ে।

রবি ঠাকুর; শ্লোক - ১৩


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন