“আজ” একদিন গল্প হবে;
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।
পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।
পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।