“আজ” একদিন গল্প হবে;
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।
পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।
পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRXX0npA6ieyxBRzO-7IKxRe0Hnn8Gmj8dvM_Bz41WZnjxv4HyfMjNlLJ1z59-KjC2nz3ZzXneRoSYxDV2MuVeAQX3pfo2a2iiojDKVjrveBP0XI0yxQkvK0z7OVhgxExD6rv7whyphenhyphen2DnY/s640-rw/BDF86882-B8C3-4696-82A3-7C4FC3879093.jpeg)