বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২

তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
বাঙাল হলো এক, উঠলো বেঁজে রণের ঢাক।
পরাস্ত, লেজ গুটিয়ে পালালো পাক।
বজ্রকন্ঠী শেখ মুজিব, বঙ্গ বন্ধু নামেই ডাক।

পাদটীকা: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীন বাংলাদেশ স্থাপনের পিছনে শেখ মুজিবুর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন বলেই, ইতিহাসে তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২


মহাত্মা গান্ধী; শ্লোক - ৪৬৩

স্বাধীনতার লক্ষ্যে ব্রিটিশ বিরোধী
আন্দোলন ডাক; অতঃপর সন্ধি।
ভালোবেসে সবাই মহাত্মা ডাকে,
তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী।

পাদটীকা: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অহিংসবাদী নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রকৃতার্থেই মহান আদর্শিক মানুষ ছিলেন, আর এ কারণেই তিনি বিশ্বব্যাপী মহৎ হৃদয়বান নেতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

মহাত্মা গান্ধী; শ্লোক - ৪৬৩


মিনি কাব্য - ৩৩০

মিনি কাব্য - ৩৩০
আরিফুর রহমান
-----------------
প্রতিটি মানুষ স্বাধীন-স্বতন্ত্র,
স্বকীয় সত্ত্বা।
কথা ও কাজে প্রকাশ করে
স্বীয় বুদ্ধিমত্ত্বা।

মিনি কাব্য - ২৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবীতে কেহই ছোট নয়
সকলে আপন গুণে বড়।
হাতে হাত মেলালেই দীর্ঘ
যদি শক্ত হাতে হাত ধরো।


মিনি কাব্য - ২৩৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্মসূত্রে প্রতিটি মানুষ
অদ্বিতীয় এবং স্বাধীন।
মানব সৃষ্ট সংস্কার
করে তাকে পরাধীন।

মতামত; শ্লোক - ২৬

পরস্পর কখনো সহমত,
কখনো ভিন্ন মত।
শত মতামতের ভীড়ে,
খুঁজে পাই নব পথ।

পাদটীকা: সকলেই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যত মত তত পথ, অর্থাৎ সকলেই যদি নিজ নিজ মত প্রকাশ করার সুযোগ পায় তাহলে সেখান থেকে শত মতামতের ভীড়েও সঠিক মত বা সঠিক পথ খুঁজে পাওয়ার তীব্র সম্ভাবনা থাকবে।
আরিফুর রহমান, নরওয়ে।

মতামত; শ্লোক - ২৬


দিনলিপি; শ্লোক - ১৯

ইচ্ছে হলেই কাব্য লিখি
ইচ্ছে হলেই আঁকি।
ইচ্ছে হলেই আকাশ পানে
তাকিয়ে শুধু থাকি।

পাদটীকা:
আমার কোন কোন দিন কাটে উদ্দশ্যহীন। থাকে না কোন গড় বাধা নিয়ম রুটিন। মাঝে মাঝে ইচ্ছের স্রোতে গা ভাসাই, খামখেয়ালী সব কিছু করি যা কিছু মনে চায়।
আরিফুর রহমান, নরওয়ে।
 
দিন লিপি; শ্লোক - ১৯

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন