অপরিবর্তনীয়; শ্লোক - ৪২০

যে বাঙাল শিক্ষিত হয়েও,
পানি পড়ায় বিশ্বাস করে।
সে কার্টুন দেখে সভ্য হবে,
বিশ্বাস করি কেমন করে?

পাদটীকা: মানুষের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূরীকরণের সুশিক্ষার কোন বিকল্প নাই।  মানুষ যদি সুশিক্ষাকে ধারণ এবং আচরণে এর বহিঃপ্রকাশ না ঘটায় তাহলে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মুক্তি সম্ভব নয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

অপরিবর্তনীয়; শ্লোক - ৪২০

সংস্কার; শ্লোক - ৪১৭

ঢেঁকি যদি স্বর্গেও যায়
বাঁধে ঢেঁকি ধান।
বাঙালি জন যেথা যায়
গায় বাংলা গান।

পাদটীকা: মানুষের স্বভাব এবং চিরাচরিত সংস্কার সহজে পরিবর্তন হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

বিস্কুটের টুকরো চাইনা
আস্ত বিস্কুট চাই।
বাংলাদেশি হইতে চাইনা
বাঙালি রইতে চাই। 

 পাদটীকা: কোনো ভূখণ্ডকে ভাগ করা যায়, কিন্তু ভূখণ্ডের মানুষের পরিচয় এবং সত্তাকে ভাগ করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

মিনি কাব্য - ৩১৭

মিনি কাব্য - ৩১৭
আরিফুর রহমান
-----------------
আমি যে কোন কথাকে
দিতে পারি কাব্যে রূপ।
এই যেমন মাত্রই লিখলাম
তার উদাহরণ স্বরূপ।

শুভ নববর্ষ; শ্লোক - ৭৫

শুভ নববর্ষ হে বন্ধু,
নব নব স্বপ্নের রঙে
রাঙুক তোমার দিন,
সুখ হোক অমলিন।

পাদটীকা: নতুন বছরের প্রতিটি দিন সুন্দর এবং সুখকর হোক।  
আরিফুর রহমান, নরওয়ে।

শূণ্যতা; শ্লোক - ৬৫

মাঝে মাঝে বুকের মাঝে শুন্য শুন্য লাগে
মায়ের মুখটা চোখে ভাসে, মাকে মনে পড়ে।
আকাশ ভেঙ্গে কান্না পায়, বুক ভেঙে যায়
বাকিটা পথ হাটতে হবে একা জগৎ-সংসারে।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

বাংলা; শ্লোক - ৬৪

বাংলায় আমি কথা বলি,
বাংলায় বাসি ভালো।
বাংলায় আমি স্বপ্ন দেখি,
দেখি আশার আলো।

পাদটীকা: বাঙালির দৈনন্দিন জীবন, কল্পনা, প্রেম, ঘৃণা, ভাবাবেগ সব বাংলাকে ভিত্তি করে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

দুই খন্ড; শ্লোক - ৩৬

যদি বাংলা করি দুই খন্ড
হবে বাং এবং লা।
কেউ বলবে হায় ভগবান
কেউ হায় আল্লাহ।

পাদটীকা: শব্দের সন্ধি বিচ্ছেদ করা যায়, এটি শব্দকে দুইটি শব্দে রূপ দেয়া যায়। শব্দের সন্ধি বিচ্ছেদের মতোই বাংলা এবং বাঙালি বিচ্ছিন্ন; ভৌগোলিক কারণে এপার বাংলা আর ওপর বাংলায়, আর ধর্মের সন্ধি বিচ্ছেদে বাঙালি মুসলিম আর বাঙালি হিন্দুতে।
আরিফুর রহমান, নরওয়ে।

বাংলা পরিচয়; শ্লোক - ৩২

বাংলা স্বয়ং বাংলা নয়
দ্রাবিড় ভাষার শব্দ।
ইন্দো ইরানি বোধগম্য
দ্রাবিড় শুনে স্তব্ধ।

পাদটীকা: ভৌগোলিক ভাবে দ্রাবিড় ভাষাভাষী বাঙালির নিকটে বসবাস করা প্রতিবেশী। এবং উৎপত্তিগত ভাবে বাংলা শব্দটি দ্রাবিড় ভাষা পরিবারের একটি শব্দ। কিন্তু মজার বিষয় হলো, আমরা বাঙালিরা ইন্দো ইউরোপীয় বা ইন্দো ইরানি ভাষা পরিবারের শব্দ যতটা বুঝতে পারি সে তুলনায় দ্রাবিড় ভাষা পরিবারের শব্দ খুব কম বুঝতে পারি; কারণ বাংলা ভাষা দ্রাবিড় ভাষা পরিবারের সংশ্লিষ্ট নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

বাংলা; শ্লোক - ৩২


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন