বিশ্বাস এবং ধোঁকা; শ্লোক - ৪৩৩

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আলোয় 
সব আঁধার, না যায় দেখা কিছু। 
অতীব মাত্রায় যেথায় থাকে বিশ্বাস, 
ধোঁকা সেথায় আসে পিছু পিছু। 

পাদটীকা: মাছের আবাসের জন্য পাত্রে পানি থাকা যেমন পূর্ব শর্ত, অনুরূপ ধোঁকা হওয়ার পূর্ব শর্ত হলো বিশ্বাস। ধোঁকা সেখানেই হয় যেখানে বিশ্বাস বা ভরসা থাকে, অর্থাৎ সে ব্যক্তি কখনোই ধোঁকা দিতে পারেনা যাকে কখনোই বিশ্বাস বা ভরসা করা হয় না। যাকে পরিমিত বিশ্বাস করা হয় সে ধোঁকা দিলে সহনীয় কষ্ট লাগে, তবে যদি কাউকে সীমাহীন বা অন্ধভাবে বিশ্বাস করা হয়, সে ধোঁকা দিলে অসহনীয় কষ্ট অনুভূত হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাস এবং ধোঁকা

বন্ধুর পরিচয়; শ্লোক - ৪১১

সুখের দিনে চারপাশে বহু বন্ধু
করে মিষ্টি কূজন।
দুর্দিনে আসিলে পরিচয় মেলে
প্রকৃত সুহৃদ সুজন।

পাদটীকা: সু সময়ে অনেকেই কাছে আসে, তবে দুর্দিনে কেবল প্রকৃত আপন জনেরাই পাশে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

বন্ধু পরিচয়; শ্লোক - ৪১১

গুণ; শ্লোক - ৪০৩

সুশ্রী এবং সুজন
একই গুণ নয়;
বাহ্যিক ও আত্মীক
দুটি ভিন্নতায়।

পাদটীকা: সুন্দর এবং ভালো মানুষ এক বিষয় নয়। রূপ আর গুণ দুটি ভিন্ন বিষয়।
আরিফুর রহমান, নরওয়ে।

বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

আত্মার সম্পর্ক যত,
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।

পাদটীকা: আত্মার সম্পর্ক পরিচিত ওয়ায়াই ফাই সংযোগে পুনরায় সংযোগের মত, নিদৃষ্ট সীমানায় আসলেই তা স্বয়ংক্রিয় ভাবে পুনরায় সংযোগ লাভ করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

 
বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

মিনি কাব্য - ৩২১

মিনি কাব্য - ৩২১
আরিফুর রহমান
-----------------
সিঁদ কাটে, ভাঙ্গে ঘর
অপাত্রে যদি থাকে বর।
ক্ষেত্র - পাত্র ভেদে বন্ধুত্ব
শত্রুর চেয়ে ভয়ংকর।

মিনি কাব্য - ৩০৮

মিনি কাব্য - ৩০৮
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা শুধু মুখের কথায় নয়
আচরণে প্রকাশ পায়।
কার ভালোবাসা কতটুকু খাঁটি তা
যথা সময়ে বোঝা যায়।

মিনি কাব্য - ২৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে পাথর যায় না ভাঙ্গা
হাতুড়ী কিংম্বা লোহায়।
সেই পাথর ভাঙা যায়
ভালোবাসার কথায়।

মিনি কাব্য - ২৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত বন্ধু সে,
যে বিপদে থাকে পাশে।
সুসময়ের বন্ধু
বিপদ কেটে গেলে আসে।

আন্তঃজাল; শ্লোক - ২২৮

শত্রু থাকে ওৎ পেতে,
আন্তঃজালে বন্ধুর দলে।
তথ্য বাটুন ভেবে চিন্তে
শত্রু থাকে বন্ধুর ছলে।

পাদটীকা: সামাজিক মাধ্যমে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কারণ বন্ধু দলে থাকা ব্যক্তিটি প্রকৃতার্থেই বন্ধু, নাকি শত্রু সে বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই সামাজিক মাধ্যমে আমাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

আন্তঃজাল; শ্লোক - ২২৮


মিনি কাব্য - ২২০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


মিনি কাব্য - ১৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


মিনি কাব্য - ১৫১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।

মিনি কাব্য - ১৫০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বালিকা তুমি থেমো না
চলতে থাকো আপন পথে,
প্রকাশ করো ভাবনা তোমার
আপন রঙে আপন ঢঙে।

মিনি কাব্য - ১২৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন