বন্ধু অধ্যায়
প্রচ্ছদ
বন্ধু
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
মানুষ
0 টি মন্তব্য
মিনি কাব্য - ২৩২
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত বন্ধু সে,
যে বিপদে থাকে পাশে।
সুসময়ের বন্ধু
বিপদ কেটে গেলে আসে।
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
বন্ধু
,
বাস্তবতা
,
ভাবনা
,
মানুষ
0 টি মন্তব্য
মিনি কাব্য - ২২৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
শত্রু থাকে ওৎ পেতে,
তথ্য বখরা ভেবে চিন্তে।
আন্তঃজালে বন্ধুর দলে
শত্রু থাকে বন্ধুর ছলে।
সোমবার, ১ অক্টোবর, ২০১৮
জীবন
,
বন্ধু
,
ভাবনা
,
স্মৃতি
0 টি মন্তব্য
মিনি কাব্য - ২২০
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।
শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
জীবন
,
দর্শন
,
বন্ধু
,
সুখ
0 টি মন্তব্য
মিনি কাব্য - ২১৯
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।
শনিবার, ২৮ জুলাই, ২০১৮
জীবন
,
প্রেম
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
বাস্তবতা
0 টি মন্তব্য
মিনি কাব্য - ২০৪
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।
শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
জীবন
,
প্রেম
,
বন্ধু
,
স্মৃতি
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৮৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
জীবন
,
দর্শন
,
বন্ধু
,
বাস্তবতা
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৬৯
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ, সচেতনতায়।
শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
বন্ধু
,
বন্ধুত্ব
,
সময়
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৫৩
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমি বলছি
তুমি শুনছো
ঘড়ির কাঁটায়
সময় গুনছো।
রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
বাস্তবতা
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৫১
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
জীবন
,
বন্ধু
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৫০
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বালিকা তুমি থেমো না
চলতে থাকো আপন পথে,
প্রকাশ করো ভাবনা তোমার
আপন রঙে আপন ঢঙে।
শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
প্রেম
,
বন্ধু
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১৩৩
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হাসনাহেনা সুগন্ধি দেবে
তোমার বাতাসে।
তুমি পাখি হয়ে উড়ে যেও
আমার আকাশে।
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
প্রকৃতি
,
প্রেম
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
স্বপ্ন
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১২৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
রম্য
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১১৬
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে
ঘোড়া করে রাগ।
মিতালী করো বলার আগে
"এখান থেকে ভাগ!"
শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
,
বাস্তবতা
0 টি মন্তব্য
মিনি কাব্য - ১০৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কালকে যে বন্ধু ছিল
আজকে সে তা নয়।
সময় ভেদে নদীর স্রোত
উল্টো দিকে বয়।
বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
প্রবাস
,
বন্ধু
,
বন্ধুত্ব
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৮১
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তোমার পাঠানো উপহারগুলি
হাওয়ার জাহাজে ভেসে
অবশেষে পৌঁছেছে আজ
আমার হাতে এসে।
বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
বন্ধু
,
বন্ধুত্ব
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৬৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আগে বন্ধু ছিলে
এখন ফলোয়ার।
আগে ঢাল ছিলে
এখন তলোয়ার।
শুক্রবার, ১৯ জুন, ২০১৫
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৫২
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তুমি যাকে ভেবেছ বন্ধু
সে তোমাকে নয়,
তোমার পিছনে দুর্নাম
অন্য কাউকে কয়।
রবিবার, ৩১ মে, ২০১৫
জীবন
,
বন্ধু
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৪৮
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সকলের আছে ব্যস্ত প্রহর
ব্যস্ততার হাত ধরি,
আমার স্বপ্ন কিনবেন কেউ
তবুও ফেরি করি।
শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
প্রকৃতি
,
প্রেম
,
বন্ধু
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৪০
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হোক তোমার সকল প্রহর
রঙে রঙিন মাখা,
ভালো থেকো প্রিয়তমা
ভালো থেকো সখা।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
জীবন
,
বন্ধু
,
বন্ধুত্ব
0 টি মন্তব্য
মিনি কাব্য - ৩১
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তুমি বন্ধু নাকি শত্রু
কেমনে আমি বুঝি?
শত্রু দ্বারা কান্ত আমি,
আমি বন্ধুত্ব খুজি।
পুরাতন কাব্য
প্রচ্ছদ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
টুইটারে অনুসরণ করুন!
"সঙ্গে থাকুন ফেসবুকে!
ইমেইল সাবস্ক্রাইব করুন
Contact
সূচিপত্র
প্রচ্ছদ
ভূমিকা
জীবন
দর্শন
প্রেম
মানবতা
রাজনীতি
মোট কাব্য পাঠ
মোট
বার কাব্য পঠিত হয়েছে।
আরো পড়ুন
আরিফুর রহমানের পুঁথি
শব্দে শব্দে গল্প
সঙ্গে থাকুন