মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।