দৃঢ়তা; শ্লোক - ৫০০

যে বিশ্বাস ঠুনকো কথায় ভেঙ্গে যায়
তা ভেঙ্গে যাওয়াই ভালো।
যে প্রদীপ ঝড়ো বাতাসে টিকে থাকে
মনে এমন প্রদীপ জ্বালো।

পাদটীকা: যা ভঙ্গুর তা ভেঙে যাবে এটাই স্বাভাবিক, আর যা কিছু মজবুত তাই টিকে থাকবে। পৃথিবীতে দৃঢ় বিষয় বস্তু, ভিত্তিই কেবল টিকে থাকে, আর যা কিছু নশ্বর তা হারিয়ে যায় কালের স্রোতে। আমাদের এমন কিছুতেই বিশ্বাস করা উচিত যার দৃঢ়তা এবং ভিত্তি মজবুত।
- আরিফুর রহমান, নরওয়ে।

দৃঢ়তা; শ্লোক - ৫০০

বিনিয়োগ; শ্লোক - ৪৩২

পায়েস রান্নায় গুড় যত ঢালবে,
হবে তত বেশি মিষ্টি।
সৃষ্টিশীল কাজে যত মেধা ব্যয়,
হবে অসাধারণ সৃষ্টি।

পাদটীকা: কোন কাজ ভালোবাসা এবং যত্নের সাথে সম্পাদন করিলে সুমিষ্ট ফল পাওয়া যায়।
- আরিফুর রহমান, নরওয়ে।

গুড়, সৃজনশীলতা, রঙ, রং, শিল্প, শিল্পী

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪

শিল্প যেথা মূল্যহীন
হয় অবমূল্যায়ণ।
সেভূমে মহা অপরাধ
শিল্পীর জন্ম স্বয়ং।

পাদটীকা: যে দেশে শিল্পী ও শিল্পকর্মের অবমূল্যায়ন হয়, সেখানে শিল্পীর জন্ম অপরাধ তুল্য।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪
ছবি: রডিয়ান কুতসয়েভ

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৯১

মিনি কাব্য - ২৯১
আরিফুর রহমান
-----------------
চিত্তবিক্ষেপ চিত্তকে বিচ্ছিন্ন করে
লক্ষ্যার্জনে অক্ষম।
নিরবিচ্ছিন্ন সংকল্প, প্রচেষ্টা করে
লক্ষ্যার্জনে সক্ষম।

সাধক; শ্লোক - ২৬০

চিত্রকর তাকে কয়
যে আঁকে ছবি।
সাধণায় সাধক হয়,
কবিতায় কবি।

পাদটীকা: সাধনা ব্যতীত সাধক হওয়া সম্ভব নয়। শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে শিল্প সাধনা অতি জরুরি।
আরিফুর রহমান, নরওয়ে।

সাধক; শ্লোক - ২৬০


সাধনা; শ্লোক - ২৫৯

কাল ছিল ভিলেন,
আজকে সে নায়ক।
বাথরুম সিঙ্গার
সাধনায় গায়ক।

পাদটীকা: মনে প্রাণে সাধনা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সঠিক লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে চললে সফল হওয়া যায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

সাধনা; শ্লোক - ২৫৯


মিনি কাব্য - ২১৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝে মাঝে কাব্য লিখি,
ছন্দে ছন্দে বলি কথা।
কাব্যে প্রকাশ করি ভাবনা,
দুঃখ, সুখ এবং মমতা।

শিল্পী; শ্লোক - ১৫৪

শিল্পীরা ধনী হয়
মৃত্যুর পরে।
জীবদ্দশায় হতাশায়
কুঁড়ে ঘরে।

পাদটীকা: শিল্পী আপন শিল্পকর্ম বিক্রি করে ধনী বনে গেছেন, বা শিল্পকর্ম বিক্রি করে সুখে জীবন যাপন করেছেন এমন সুখী শিল্পীর দৃষ্টান্ত কোথাও পাইনি। শিল্পী জীবদ্দশায় দুর্বিষহ জীবন যাপন করেছেন, মৃত্যুর পর বিখ্যাত বনে গেছেন আর তার শিল্পকর্ম বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে, যা দেখার বা ভোগ করার সৌভাগ্য শিল্পীর কখনো হয়নি, কোন কোন ক্ষেত্রে শিল্পকর্ম বিক্রির বিপুল অর্থ গিয়েছে তৃতীয় পক্ষের পকেটে।
আরিফুর রহমান, নরওয়ে।


শিল্পীর রঙ মাখা হাত

মিনি কাব্য - ১৪৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিত্রকর অথবা লেখক
উভয়ই শিল্পী আমার চোখে।
একজন ছবি আঁকে রঙ তুলিতে,
অন্যজন শব্দে শব্দ গেঁথে।

মিনি কাব্য - ১৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিত্রকর ছবি আঁকে
রঙ তুলিতে ক্যানভাসে।
কথাশিল্পী ছবি আঁকে
লেখায় ভাবনার প্রকাশে।

স্বর্গ; শ্লোক - ১১১

স্বর্গের বর্ণনা রূপকথায়
আর আছে ধর্ম কথায়।
সংসার-ভবে স্বর্গ মেলে
ভালো কাজ ও কথায়।

পাদটীকা: স্বর্গের বর্ণনা শুধুমাত্র রূপকথা বা ধর্মে বিরাজমান। আর স্বর্গের অস্তিত্ব ভূপৃষ্ঠে বর্তমান। স্বর্গ বিরাজমান পৃথিবীর প্রকৃতিতে, প্রাণীতে, মানব সংসারের ভালো কাজ, কথা ও কর্মে। 
আরিফুর রহমান, নরওয়ে।

স্বর্গ; শ্লোক - ১১১


এদিত পিয়াফ; শ্লোক - ৯২

তোমার গানের অর্থ আমি বুঝি না
অভিধানেও খুঁজি না।
তোমার কন্ঠের-সুর-তাল-লয়
আমার হৃদয় ছুয়ে যায়।

পাদটীকা: এদিত পিয়াফ ছিলেন একজন ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী। পিয়াফের সঙ্গীতসমূহ বেশিরভাগ সময় আত্মজীবনীমূলক হত এবং তিনি প্রেম ও বিরহ সম্পর্কিত শাঁসাঁ ও টর্চ ব্যালাডে প্রসিদ্ধ ছিলেন। ফরাসি গায়িকা এদিত পিয়াফ-এর গানের কণ্ঠে মুগ্ধ হয়ে লেখা। 
আরিফুর রহমান, নরওয়ে।


এদিত পিয়াফ

ত্তঁচলাকুড়; শ্লোক - ৭৪

যে ভূমে নাই শিল্পের মর্ম,
সে ভূমি ত্তঁচলাকুড়, বৃথা
শিল্পীর জন্ম, কর্ম ও ঘর্ম,
শিল্প সেথা অপরাধ সম।

পাদটীকা: ত্তঁচলাকুড় ময়লার স্তুপ, সেখানে উচ্ছিষ্ট বস্তু স্থান পায় মূল্যবান শিল্পকর্ম সেখানে শোভা পায় না। কোনো শিল্পকর্ম যদি আস্তাকুড়ে পরে থাকে তাহলে সেই বস্তুর শিল্প এবং গুনগত ম্যান নিয়ে প্রশ্ন ওঠে। তাই সে সমাজে শিল্পের মূল্যায়ন নাই সে সমাজ ত্তঁচলাকুড়, শিল্প সেখানে বৃথা, শিল্পী সেখানে অবমূল্যায়িত।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন