একদা, মা ছিল মোর সুখ-দুঃখে
মাথার উপর ছাতা।
আজ, মা আমার কেবলই ছবি
হারানো স্মৃতি গাথা।
পাদটীকা: মা আমার নিকট একজন ছায়া দানকারী বটবৃক্ষের ন্যায় ছিলেন। আজ তিনি কেবলই ছবি, কেবলই স্মৃতি।
মাথার উপর ছাতা।
আজ, মা আমার কেবলই ছবি
হারানো স্মৃতি গাথা।
পাদটীকা: মা আমার নিকট একজন ছায়া দানকারী বটবৃক্ষের ন্যায় ছিলেন। আজ তিনি কেবলই ছবি, কেবলই স্মৃতি।