শূন্য; শ্লোক - ২২৩

শূন্য মোটেও মূল্যহীন নয়;
শূন্য করে পূর্ণতায়।
একের পিঠে এক শূন্যেই,
তা দশ হয়ে যায়।

পাদটীকা: আমারদের ভূ বিশ্ব স্বয়ং মহাশূন্যে ভেসে আছে, তাই শূন্যকে মূল্যহীন ভাবার কিছু নেই।  
আরিফুর রহমান, নরওয়ে।

শূন্য; শ্লোক - ২২৩



কর্মফল; শ্লোক - ১৭২

যোগ, বিয়োগ, গুণ, ভাগ
সব অংকের ফল হয়।
ভালো, মন্দ, দ্বন্দ্ব রাগ
সব কর্মের ফল হয়।

পাদটীকা: কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, সু কর্ম হলে সুফল, আর কেউ কর্ম হলে কুফল। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মফল; শ্লোক - ১৭২



যোগফল; শ্লোক - ১১৫

বীজগণিতে, দুই বিয়োগ
যোগ করলে যোগফল হয়।
বাস্তবতায় দুই বিয়োগের
ফলাফল শূন্য হয়েই রয়।

পাদটীকা: গণিতে কোনো কিছুকে মূল্য কল্পনা করে ইতিবাচক ফলাফল দাঁড় করানো গেলেও জীবনের খাতায় সব অঙ্ক একই নিয়মে মেলে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগফল; শ্লোক - ১১৫


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন