পণ; শ্লোক - ৪৯৫

একলা জগতে আসা;
একলা লড়তে হয়, চলতে হয় পথ।
একলা এগিয়ে যাবো,
লক্ষ্যে পৌছে যাবো, এটাই শপথ।

পাদটীকা: মানব শিশু হিসেবে আমরা ভূমিষ্ট হই একা, এবং মৃত্যু বরণ করি একা। জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাতে কেউ এসে পাশে দাঁড়াবে, এবং সহযোগিতা করবে এই ভাবনায় বসে না থেকে একলা পথ চলতে শেখা উচিত এবং ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও আপন লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।
- আরিফুর রহমান, নরওয়ে।

পণ; শ্লোক - ৪৯৪

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

আপন বিচারে মহৎ কাজে
কেউ যদি না বাড়ায় হাত, না আসে কেউ।
থেমে না থেকে এগিয়ে চলো,
একলা চলো, বুকে নিয়ে উদ্দীপনার ঢেউ।

পাদটীকা:
কোনো কাজের উদ্দেশ্য যদি জন কল্যাণকর হয়, কেউ যদি সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নাও আসে, তাহলেও মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা উচিত। সফল হলে মহৎ উদেশ্য সকলের মঙ্গল বয়ে আনবে, আর উদ্দেশ্য ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা অর্জন হবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

প্রার্থনা; শ্লোক - ৩৬১

শান্তি আসুক ভালোবাসায়
রক্তপাতে নয়।
সকল প্রাণী সুখে থাকুক
সারা বিশ্বময়।

পাদটীকা: সকল প্রাণী সুখে থাকুক, শান্তিতে এবং নিরাপদে থাকুক।
আরিফুর রহমান, নরওয়ে।


ঈদ মোবারক, শ্লোক - ৩২৯

ধর্ম, বর্ণ, ও জাতি ভেদে সকলের
শ্রম, সাধনা ও সংযম সার্থক হোক।
থাকুক সবে দুধে ভাতে, নিরাপদে,
সকলেই সুখি হোক; ঈদ মোবারক।

পাদটীকা: পৃথিবীর প্রতিটি মানুষ সুখে এবং নিরাপদে থাকুক। ঈদের আনন্দ সকলের জীবনে প্রকৃত আনন্দ বয়ে আনুক।
- আরিফুর রহমান, নরওয়ে।



মিনি কাব্য - ১৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আমায় ভালোবেসে,
নিজ হাতে বানাবে পরোটা, দই!
তাকে দেবো আমার সকাল;
কারো শখ হতে চাই, প্রয়োজন নই।

শুভ নববর্ষ; শ্লোক - ৭৫

শুভ নববর্ষ হে বন্ধু,
নব নব স্বপ্নের রঙে
রাঙুক তোমার দিন,
সুখ হোক অমলিন।

পাদটীকা: নতুন বছরের প্রতিটি দিন সুন্দর এবং সুখকর হোক।  
আরিফুর রহমান, নরওয়ে।

দিনলিপি; শ্লোক - ১৯

ইচ্ছে হলেই কাব্য লিখি
ইচ্ছে হলেই আঁকি।
ইচ্ছে হলেই আকাশ পানে
তাকিয়ে শুধু থাকি।

পাদটীকা:
আমার কোন কোন দিন কাটে উদ্দশ্যহীন। থাকে না কোন গড় বাধা নিয়ম রুটিন। মাঝে মাঝে ইচ্ছের স্রোতে গা ভাসাই, খামখেয়ালী সব কিছু করি যা কিছু মনে চায়।
আরিফুর রহমান, নরওয়ে।
 
দিন লিপি; শ্লোক - ১৯

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন