অতিমাত্রা; শ্লোক - ৪৬৭

অন্ধ ভক্তি প্রেম, বা অন্ধ ঘৃণা
উভয় গোঁড়ামী বলেই গণ্য হয়।
জনস্বার্থে উহা ক্ষতির কারণ
সমর্থন যোগ্য কোনটাই নয়।

পাদটীকা: অতিমাত্রায় সুমিষ্ট চিনি বা অতিমাত্রায় লবণ গ্রহণ যেমন ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকির কারণ বয়ে আনে, অনুরূপ কোন বিশেষ ব্যক্তিতে বা বিষয়ে মাত্রাতিরিক্ত প্রেম, বা মাত্রাতিরিক্ত ঘৃণা পোষণ করা, উক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ বয়ে আনতে পারে। মোট কথা অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অতিমাত্রা; শ্লোক - ৪৬৭


ইন্দ্রিয়; শ্লোক - ৪৪৪

যাহা মুগ্ধ করে চক্ষু হৃদয়
তাহাই সুন্দর।
যাহায় উৎপত্তি প্রেমাবেগ
তাহাই অন্তর। 

পাদটীকা: বহিঃ ইন্দ্রিয় দ্বারা আমরা বস্তুর সৌন্দর্য পর্যবেক্ষণ করি, আর অন্দর ইন্দ্রিয় দ্বারা বস্তুর প্রতি আবেগ অনুভব করি।
আরিফুর রহমান, নরওয়ে।

ইন্দ্রিয়; শ্লোক - ৪৪৪

বিশ্বাস এবং ধোঁকা; শ্লোক - ৪৩৩

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আলোয় 
সব আঁধার, না যায় দেখা কিছু। 
অতীব মাত্রায় যেথায় থাকে বিশ্বাস, 
ধোঁকা সেথায় আসে পিছু পিছু। 

পাদটীকা: মাছের আবাসের জন্য পাত্রে পানি থাকা যেমন পূর্ব শর্ত, অনুরূপ ধোঁকা হওয়ার পূর্ব শর্ত হলো বিশ্বাস। ধোঁকা সেখানেই হয় যেখানে বিশ্বাস বা ভরসা থাকে, অর্থাৎ সে ব্যক্তি কখনোই ধোঁকা দিতে পারেনা যাকে কখনোই বিশ্বাস বা ভরসা করা হয় না। যাকে পরিমিত বিশ্বাস করা হয় সে ধোঁকা দিলে সহনীয় কষ্ট লাগে, তবে যদি কাউকে সীমাহীন বা অন্ধভাবে বিশ্বাস করা হয়, সে ধোঁকা দিলে অসহনীয় কষ্ট অনুভূত হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাস এবং ধোঁকা

অম্ল; শ্লোক - ৪১২

দুধে টক মিশালে
বদলে হয় ছানা।
সম্পর্কে সন্দেহে
বাঁধে তাতে দানা।

পাদটীকা: টক যেমন দুধের অবস্থার পরিবর্তনের কারণ, অনুরূপ সন্দেহ সুসম্পর্ক নষ্টের কারণ।
আরিফুর রহমান, নরওয়ে।

স্বজন; শ্লোক - ৪০৯

ভালোবাসার মানুষকে
কেউ তচ্ছিল্য করে না।
কথায় কথায় দোষারোপ
স্বজন কখনো করে না।

পাদটীকা: ভালোবাসার মানুষকে কেউ কখনো অসম্মান করে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

আত্মার সম্পর্ক যত,
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।

পাদটীকা: আত্মার সম্পর্ক পরিচিত ওয়ায়াই ফাই সংযোগে পুনরায় সংযোগের মত, নিদৃষ্ট সীমানায় আসলেই তা স্বয়ংক্রিয় ভাবে পুনরায় সংযোগ লাভ করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

 
বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

শ্লোক - ৩৬৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৬৪
—————————
কাঁচের পাত্র ভাঙলে
বিচূর্ণ, যায় ছড়ায়ে।
হৃদয় যতই ভাঙুক
থাকে তাহা হৃদয়ে।

শ্লোক - ৩৫২

আরিফুর রহমানের শ্লোক - ৩৫২
—————————
জ্ঞান হলো আগুন সম
বিতরণে তাহা বাড়ে বৈ কমে না।
প্রেম হলো দই সম
প্রক্রিয়া ও পরিবেশ বৈ জমে না।

দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

মিনি কাব্য - ৩৩৫

মিনি কাব্য - ৩৩৫
আরিফুর রহমান
-----------------
প্রেম হলো দুই পক্ষের
আবেগ তাড়িত, অলিখিত সম্পর্ক।
বিয়ে হলো দুই পক্ষের
কাগজে লিখিত সামাজিক সম্পর্ক।


মিনি কাব্য - ৩২৭

মিনি কাব্য - ৩২৭
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা বা মন্দবাসা
আচরণে প্রকাশ পায়।
মুখে বা লিখে জানানোর
সর্বদা আবশ্যক নাই।

মিনি কাব্য - ৩০৮

মিনি কাব্য - ৩০৮
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা শুধু মুখের কথায় নয়
আচরণে প্রকাশ পায়।
কার ভালোবাসা কতটুকু খাঁটি তা
যথা সময়ে বোঝা যায়।

মিনি কাব্য - ৩০৪

মিনি কাব্য - ৩০৪
আরিফুর রহমান
-----------------
পাথরে পাথর ভাঙ্গে আঘাতে,
আগুন জ্বলে বারংবার ঘর্ষণে।
মানুষ এবং চুম্বক কাছে আসে
আকর্ষণে, দূরে যায় বিকর্ষণে।

মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

মিনি কাব্য - ৩০১

মিনি কাব্য - ৩০১
আরিফুর রহমান
-----------------
কলি, পূর্ণতা পায় ফুলে
ফুল, পূর্ণতা পায় ফলে।
কলি যদি ফুল না হয় তবে
ফল হয় কি তা কোন কালে?

মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

সহনশীল; শ্লোক - ২৭৮

পেটে খেলে
পিঠে সয়।
ভালোবাসা
মনে রয়।

পাদটীকা: কারোর কাছ থেকে আঘাত পেলেও মনে থাকে, অনুরূপ ভালোবাসার পেলেও মনে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

সহনশীল, পাথরের উপর পাথর


মিনি কাব্য - ২৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে পাথর যায় না ভাঙ্গা
হাতুড়ী কিংম্বা লোহায়।
সেই পাথর ভাঙা যায়
ভালোবাসার কথায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন