দৃঢ়তা; শ্লোক - ৫০০

যে বিশ্বাস ঠুনকো কথায় ভেঙ্গে যায়
তা ভেঙ্গে যাওয়াই ভালো।
যে প্রদীপ ঝড়ো বাতাসে টিকে থাকে
মনে এমন প্রদীপ জ্বালো।

পাদটীকা: যা ভঙ্গুর তা ভেঙে যাবে এটাই স্বাভাবিক, আর যা কিছু মজবুত তাই টিকে থাকবে। পৃথিবীতে দৃঢ় বিষয় বস্তু, ভিত্তিই কেবল টিকে থাকে, আর যা কিছু নশ্বর তা হারিয়ে যায় কালের স্রোতে। আমাদের এমন কিছুতেই বিশ্বাস করা উচিত যার দৃঢ়তা এবং ভিত্তি মজবুত।
- আরিফুর রহমান, নরওয়ে।

দৃঢ়তা; শ্লোক - ৫০০

সাম্যের কথা; শ্লোক - ৪৭১

নির্বোধ ধর্মান্ধ না রই, 
চলো সবে সু মানুষ হই। 
জাত পাত ভেদ ভুলে, 
মানব সাম্যের কথা কই। 

পাদটীকা: নির্বোধেরাই কেবল জাত পাতের ভেদাভেদ করে, বিশ্বাসের ভিত্তিতে হানাহানি করে। মানুষ হিসেবে আমরা সকলই সমান, তাই আমাদের মানবিক হওয়া উচিত। 
- আরিফুর রহমান, নরওয়ে।



জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯

যে মানুষ নিঃস্ব, খুধায় শরীর বেঁচে খায়; 
মানুষ হিসেবে অসহায়, মাথা নত হয়। 
যে মানুষ ধর্মজীবি, পেশায় ধর্ম বেঁচে খায়; 
তাহার তরে ঘৃণা, মুখ থুথুতে ভরে যায়। 

পাদটীকা: মানুষ হিসেবে আমি সেই মানুষের নিকট ব্যর্থ অপারগ মানুষ হিসেবে সেই মানুষের নিকট মাথা নত করি, যে নিঃশ্ব এবং অসহায় হওয়া স্বত্বেও কারোর নিকট হাত পাতে না। সে লোক নিকৃষ্ট, যে ধর্ম বেঁচে খায়, আমি সেই মানুষকে ঘৃণা করি যে ধর্ম দিয়ে ব্যবসা করে খায়। 
- আরিফুর রহমান, নরওয়ে।

জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯


মেধা এবং মানবতা; শ্লোক - ৪৩৭

যে মেধায় নাই মানবতার বাস 
মনুষ্যত্ব সেথা করে হাসফাস। 
সে মূর্খ ঢের উত্তম; যে জন সৎ 
মানুষে প্রাণে করে প্রেম বিশ্বাস। 

পাদটীকা: বুদ্ধিমান অসৎ ব্যক্তি অনেক ভয়ংকর হতে পারে। এরূপ ক্ষেত্রে মূর্খ এবং সৎ ব্যক্তি যথেষ্ট নিরাপদ এবং উত্তম। যে ব্যক্তির মাঝে মেধা, সততা এবং মানবতার বাস, সে ব্যক্তি অতি উত্তম। 
- আরিফুর রহমান, নরওয়ে।
মেধা এবং মানবতা শ্লোক

ধর্মান্ধতা; শ্লোক - ৪২৮

মানুষের চেয়ে ধর্মান্ধরা
সংখ্যা গুরু যেথা।
মানবতা হুমকির মুখে,
বিপন্ন প্রায় সেথা।

পাদটীকা: যে সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটে, যেখানে ধর্মান্ধরা উগ্রতায় মত্ত হয়, মানুষ সেখানে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়, মানবতা সেখানেই বিপন্ন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


সমতা; শ্লোক - ৪০০

যত আছে নারী পুরুষ কিন্নর কিন্নরী,
মানবিক মাপে সকলেই সমান।
একই পথে ভূমিষ্ট সব মানব সন্তান,
সকলের তরে সমান সম্মান।

পাদটীকা: মানবিক মূল্যবোধের পরিমাপে, মানুষ হিসেবে প্রতিটি মানুষই সমান।
আরিফুর রহমান, নরওয়ে।

লৌকিক; শ্লোক - ৩৮৫

প্রাণ বলিতে স্রষ্টা তুষ্ট
এ ধারণা সম্পূর্ণ লৌকিক।
রক্তপাত ও বলি দানে
দেব তুষ্ট, বলে পৌত্তলিক।

পাদটীকা: ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে প্রাণ হত্যা পৌত্তলিকতার নিদর্শন।

ছবি: আরিফুর রহমান

প্রার্থনা; শ্লোক - ৩৬১

শান্তি আসুক ভালোবাসায়
রক্তপাতে নয়।
সকল প্রাণী সুখে থাকুক
সারা বিশ্বময়।

পাদটীকা: সকল প্রাণী সুখে থাকুক, শান্তিতে এবং নিরাপদে থাকুক।
আরিফুর রহমান, নরওয়ে।


পশু; শ্লোক - ৩৪৮

কোন কোন পশু হিংস্র,
বাস করে তারা বনে।
সভ্য সমাজে মানব ইতর
হিংস্র বর্বর আচরণে। 

পাদটীকা: সভ্য সমাজে বাস করলেই কেউ সভ্য হয়ে যায় না, সভ্য সত্তা লালন করতে হয়। যে ব্যক্তি মনে প্রাণে এবং আচরনে সভ্য সেই প্রকৃত সভ্য।
আরিফুর রহমান, নরওয়ে।
  

দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

মিনি কাব্য - ৩৪২

মিনি কাব্য - ৩৪২
আরিফুর রহমান
-----------------
ধর্ম শালায় ঈশ্বর থাকে না
থাকে জনপদে জঙ্গলে।
ঈশ্বর না বাড়ায় স্বর্গীয় হাত;
মানুষই আসে মঙ্গলে।

ঈদ মোবারক, শ্লোক - ৩২৯

ধর্ম, বর্ণ, ও জাতি ভেদে সকলের
শ্রম, সাধনা ও সংযম সার্থক হোক।
থাকুক সবে দুধে ভাতে, নিরাপদে,
সকলেই সুখি হোক; ঈদ মোবারক।

পাদটীকা: পৃথিবীর প্রতিটি মানুষ সুখে এবং নিরাপদে থাকুক। ঈদের আনন্দ সকলের জীবনে প্রকৃত আনন্দ বয়ে আনুক।
- আরিফুর রহমান, নরওয়ে।



মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

মিনি কাব্য - ২৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কেউ সরল মনে বিশ্বাস করে,
এর অর্থ এই নয় সে বোকা।
কেউ সরল বিশ্বাস ভঙ্গ করিলো,
এর অর্থ ধোঁকাবাজ দিছে ধোঁকা।

দেবী; শ্লোক - ২১৩

ভক্তি, পুষ্পাঞ্জলি মাটির মুর্তিতে,
নারী; পূজনীয় দেবী রূপে মন্দিরে।
অবজ্ঞা, বৈষম্যের শিকার বিকাশে,
নারী; অপূজনীয় ঘরে, সংসারে।

পাদটীকা: কোনো কোন পৌরাণিক কল্পকাহিনীতে নারীকে দেবতা এবং পরম পূজনীয় রূপে উপস্থাপন করা হয়েছে। সেই নারী দেবতার কোনো কোন উপাসকের ঘরে নারী স্বয়ং অবহেলিত।
আরিফুর রহমান, নরওয়ে।

দেবী; শ্লোক - ২১৩


মিনি কাব্য - ১২৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মগের মুল্লুকে মগেরা সব
বগল বাজায় মহোৎসবে।
সুবোধেরা সব পালিয়ে যাবে
নয়তো চিল-শকুনে খাবে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩

নরকে নয় ধরার মাঝে মানবে,
মুখ ও মুখোশে হাসে শয়তান।
অনুরূপ, সাধারণ মানব বেশে
খুঁজলেই পাবে আছে ভগবান।

পাদটীকা: শয়তানের বৈশিষ্ট্য সম্বলিত প্রাণী শুধুমাত্র নরকে, বা দেবতার বৈশিষ্ট্য সম্বলিত শুধুমাত্র স্বর্গে বিরাজমান নয়। উভয় সত্তার বৈশিষ্ট্য সম্বলিত মানুষ আমাদের আশেপাশেই বিরাজমান। আর এই সত্তাদ্বয় কে সনাক্ত করতে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট।    
আরিফুর রহমান, নরওয়ে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩


সমান; শ্লোক - ১০৩

নারী ও পুরুষ উভয় সমান
উভয়ই মানুষ মোরা।
হাতে হাত রেখে ভালোবাসায়
গড়ি পূর্ণ করি ধরা।

পাদটীকা: নারী এবং পুরুষ মানুষ হিসেবে সকলেই সমান। সকলের সম্মিলিত অংশ অবদানেই অসম্পূর্ণ পৃথিবী পূর্ণতা পাবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সমান; শ্লোক - ১০৩


মিনি কাব্য - ৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ধর্মের সাপ বড় বিষাক্ত
দংশন করে সব
মানব জাতি বড় অসহায়
নিরব স্বয়ং রব।


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন