সুখ দুঃখ; শ্লোক - ৪৫৮

যে অনুভূতি আবেগ
আনন্দ যোগায় সেটাই হলো সুখ।
যে অনুভূতি আবেগ
ভোগায় ব্যথায় সেটাই হলো দুঃখ।

পাদটীকা: সুখ দুঃখ হলো অনুভূতি যা আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করি। এর মাঝে একটি আনন্দদায়ক, অন্যটি বেদনা দায়ক।
আরিফুর রহমান, নরওয়ে।

সুখ দুঃখ; শ্লোক - ৪৫৮


ঋতুচক্র; শ্লোক - ৪১৬

রাতের পর ভোর হয়
হাসে দিনের আলো।
দুখের পরে সুখ আসে
ঘুচায় সকল কালো।

পাদটীকা: জীবন সুখ দুঃখের ঋতুচক্র। পালাক্রমে সব কিছুই আসে, যায়।
আরিফুর রহমান, নরওয়ে।

ঠিকানা; শ্লোক - ৪০৭

অস্থির জীবন থেকে
যদি চাও অবসর।
পাখীর মত তুমিও
বাঁধো একটা ঘর।

পাদটীকা: অস্থির জীবন থেকে পরিত্রান পেতে চাইলে স্থির হওয়ার কোনো বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।

শ্লোক - ৩৭৩

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৩
—————————
একদিন সব মুখোশ খুলে যায়,
সামনে আসে মুখ।
একদিন কষ্টের মেঘ উড়ে যায়,
জীবনে আসে সুখ।

মিনি কাব্য - ৩২৬

মিনি কাব্য - ৩২৬
আরিফুর রহমান
-----------------
রাতের আঁধার কাটলে পরেই
ভোরে নতুন দিন আসে।
মেঘেরা হাওয়ায় উড়ে গেলেই
জোৎস্না ঝিলিক হাসে।

মিনি কাব্য - ৩১২

মিনি কাব্য - ৩১২
আরিফুর রহমান
-----------------
কি হবে সে পরিবারে যদি
কেউ না বোঝে আত্মার স্পন্ধন!
পরিবার সেটাই, যেথা থাকে
ভালোবাসা, মমতা, আত্মার বন্ধন।

মিনি কাব্য - ৩১০

মিনি কাব্য - ৩১০
আরিফুর রহমান
-----------------
আছে জন্ম, আছে মৃত্যু
এর মাঝে আছে সম্পর্ক
তেতো, মিষ্টি, ঝাল, টক;
ভুবন জীবন একটা নাটক।

মিনি কাব্য - ২৮২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখে আমি সংযম করি,
অনুরূপ করি দুখে।
মনের কথা মনেই রাখি
প্রকাশ না করি মুখে।

শুভ নববর্ষ; শ্লোক - ২৫৭

অমঙ্গল বিলীন হোক,
সুখেরা করুক স্পর্শ।
আসুক সুখময় নব দিন;
শুভেচ্ছা, শুভ নববর্ষ। 

পাদটীকা: দুঃসময় অতিবাহিত হয়ে যাক, সুন্দরেরা সঙ্গে থাক। সুখকর দিনের সূচনা নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হোক।   
আরিফুর রহমান, নরওয়ে।

শুভ নববর্ষ; শ্লোক - ২৫৭


সংসার; শ্লোক - ২৫১

জগৎ সংসার আলোকিত
ভালোবাসা প্রেম প্রীতি মায়ায়।
স্বর্গীয় সংসার নরকে নামে
বিদ্বেষ বিবাদ হিংসার ছায়ায়।

পাদটীকা:
পারস্পরিক প্রেমপূর্ণ সংসার স্বর্গ স্বরূপ, এবং পারস্পরিক বিবাদপূর্ণ সংসার নরক স্বরূপ।
আরিফুর রহমান, নরওয়ে।

সংসার; শ্লোক - ২৫১


মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

মিনি কাব্য - ১৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখ - দুঃখের উপরে
কারো স্বত্বাধিকার নেই।
সময় হলে জীবনে
তাহা আসবে - যাবেই।

দুধ ভাত; শ্লোক - ১০

সারাজীবন একই রকম
কারোর দিন নাহি যায়।  
রোজ রোজ দুধ ভাত
কোন লোকে নাহি খায়।

পাদটীকা: চিরকাল কারোর দিন এক রকম যায় না। সুখ দুঃখ, মন্দ ভালো মিলিয়েই আমাদের জীবন। জীবনে বৈচিত্র আছে বলেই জীবন সুন্দর।
আরিফুর রহমান, নরওয়ে।

দুধ ভাত; শ্লোক - ১০


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন