মিনি কাব্য - ৩২৪

মিনি কাব্য - ৩২৪
আরিফুর রহমান
-----------------
জীবনে বড় হতে হলে
লক্ষ্য রাখো বড়।
সঠিক সময়ে লক্ষ্য পথে
সঠিক কর্ম করো।

মিনি কাব্য - ২৯১

মিনি কাব্য - ২৯১
আরিফুর রহমান
-----------------
চিত্তবিক্ষেপ চিত্তকে বিচ্ছিন্ন করে
লক্ষ্যার্জনে অক্ষম।
নিরবিচ্ছিন্ন সংকল্প, প্রচেষ্টা করে
লক্ষ্যার্জনে সক্ষম।

শুরু; শ্লোক - ১৬১

বিশাল বড় বট বৃক্ষ,
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।

পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

শুরু; শ্লোক - - ১৬১


মিনি কাব্য - ১২৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।

মিনি কাব্য - ৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্লান্ত পাখিরা নীড়ে ফেরে
আর ঘুমেরা আমার চোখে,
স্বপ্নরা আপন ভুবন ছেড়ে
বাসা বাঁধে ভাঙ্গা বুকে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন