রবীন্দ্রনাথের সংগীতে যাদু মাখানো আছে,
নিজ ভূম থেকে বহু দূরে থাকি তবু মনে হয় নিকটে বহু কাছে।
পুরানো স্মৃতি রোমন্থন করি; পঁচিশে বৈশাখে
সংগীত মূখর উৎসব প্রহর, রবি ঠাকুর আসে আমাদের মাঝে।
পাদটীকা: প্রতি বছর পঁচিশে থেকে সাতাশে বৈশাখ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা শাহজাদপুরের একটি ঐতিহ্য। সকাল থেকে মধ্য রাত অব্দি আয়োজন করা হতো সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গীতি নৃত্য, মঞ্চনাটক সহ নানা অনুষ্ঠান। মঞ্চনাটকের কোন না কোন চরিত্রে আমি অভিনয় করতাম, কবিতা আবৃত্তি করেছি দু চার বার। অনুষ্ঠানে থাকতো উৎসবের আমেজ, যেন রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন