দেশপ্রেম নমুনা; শ্লোক - ৪৮০

রাজার মনে স্বদেশ প্রেম নাই
ভরসা নাই দেশের পণ্য, সেবা, মানে।
রেকর্ড বাঁজায়, আয়েশ করে,
জনগণকে ভুলোয় দেশ প্রেমের গানে।

পাদটীকা: সেই রাষ্ট্রপক্ষ প্রকৃতার্থেই দেশপ্রেমী যারা আপন দেশের পণ্য এবং সেবায় ভরসা করে, এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় করা থেকে বিরত থাকে। লোক দেখানো দেশ প্রেমের বুলি আওরানোর পরিবর্তে, যথার্থ কর্মে দেশপ্রেমের পরিচয় দিয়ে জনগণকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে।
- আরিফুর রহমান, নরওয়ে।

দেশপ্রেম নমুনা; শ্লোক - ৪৮০

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

সব পুরুষের জন্ম হয়
মাতা নারীর গর্ভে।
অচ্ছুত নারী দূরে থাক
মহা পুরুষ সদর্পে।

পাদটীকা: কোন কোন সমাজে নারীর উন্নয়ণের পথে বাঁধা নারীর গর্ভে জন্ম নেয়া স্বয়ং পুরুষ সন্তানেরা। এই পুরুষেরা, নিজেকে সুপুরুষ, মহাপুরুষ, পবিত্র পুরুষ দাবি করে। অন্য দিকে ৠতুকালীন সময়ের কারণে নারীকে অপবিত্র, অচ্ছুত ঘোষণা করে, অধিকার বঞ্চিত করে। যে নারীত্বের কারণে মানব জন্ম, সেই নারীত্বকে তাচ্ছিল্য বা অপমান করা মোটেও সুপুরুষ, মহাপুরুষ, বা পবিত্র পুরুষের পরিচয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

বঙ্গদেশ; শ্লোক - ৪৭৫

বঙ্গ দেশে, 
চোরের হাতে হাতকড়া পড়াইবে যে,
রঙ্গ হেসে, 
সাধুর সে হাত চোরে বাধিয়া রাখে।

পাদটীকা: যে সমাজে ন্যায় বিচারকের তুলনায় দুর্নীতিবানেরা ক্ষমতাবান, সে সমাজ অসতের রঙ্গমঞ্চ। সততা সেখানে সংখ্যালঘু। মানুষ সে সমাজে অসহায়, নীরবে নিভৃতে কাঁদে ন্যায় বিচারের বানী।
- আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গদেশ; শ্লোক - ৪৭৫


বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২

তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
বাঙাল হলো এক, উঠলো বেঁজে রণের ঢাক।
পরাস্ত, লেজ গুটিয়ে পালালো পাক।
বজ্রকন্ঠী শেখ মুজিব, বঙ্গ বন্ধু নামেই ডাক।

পাদটীকা: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীন বাংলাদেশ স্থাপনের পিছনে শেখ মুজিবুর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন বলেই, ইতিহাসে তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ বন্ধু; শ্লোক - ৪৭২


বাঙাল রাজনীতিক; শ্লোক - ৪৬২

বাঙাল রাজনীতিকেরা
কথায় কথায় মারে চাপা।
তোমার ভোটে জয় যুক্ত
তোমার বুকেই রাখবে পা। 

পাদটীকা: যে রাষ্ট্র ব্যবস্থায় নীতিহীনেরা রাজনীতির হাল ধরে, সে রাষ্ট্রের মানুষের দূর্ভোগের সীমানা অসীম।
আরিফুর রহমান, নরওয়ে।

বাঙাল রাজনীতিক; শ্লোক - ৪৬২


তিন বাঙাল; শ্লোক - ৪৬১

যদি থাকে তিন বাঙাল;
এক জন এ দলে, অন্য জন ও দলে।
তৃতীয় জন সুবিধাবাদী
সুবিধার আশ্বাস পেলেই নামে জলে।

পাদটীকা: শুরু থেকেই বাঙালদের মাঝে সাম্যের অভাব, বিভক্ত বংশ পদবীতে, বিভক্ত বিশ্বাসের বিষে, এপার-ওপারে বিভক্তির শেষে বিভক্ত ভিন্ন নাগরিকত্বে। এর মাঝে এক শ্রেণী সুবিধাবাদী, যেখানে স্বার্থের মুলা, সেখানেই পাতে কুলা। বাঙাল কেবল মাত্র তখনই এক ছাতার নীচে অবস্থান করে যখন কোন অবাঙালী শিলা বৃষ্টি নিক্ষেপ করে, এরপর পুনরায় যে যার অবস্থানে।
আরিফুর রহমান, নরওয়ে।

তিন বাঙাল; শ্লোক - ৪৬১



বাঙাল চরিত্র; শ্লোক - ৪৬০

বাঙাল বোঝে কম
বলে বেশি।
মগজ খাটায় কম
শক্ত পেশী। 

পাদটীকা: কোন কোন ব্যক্তি বিষয়বস্তু না বুঝেই কথা বলে এবং বুদ্ধিহীনতার পরিচয় দেয়, অপর পক্ষে গায়ের জোড়েই নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করে।
আরিফুর রহমান, নরওয়ে।

বাঙাল চরিত্র; শ্লোক - ৪৬০

বাঙাল জন্ম; শ্লোক - ৪৫৯

বাঙাল হয়ে না জন্মালে জানা হতো না
বাঙাল বড়ই নির্বোধ জাতি!
জ্ঞানী সংখ্যালঘু; জননেতা মাথা মোটা
চামচারা ফুলায় বুকের ছাতি।

পাদটীকা: বাঙাল হিসেবে গর্ব করার মত যেমন অনেক বিষয় আছে, তেমনি আমাদের অনুতাপের তালিকাটাও বেশ লম্বা। এখানে বাঙাল জ্ঞানী গুণী জনেরা সংখ্যালঘু, আর নির্বোধেরা সংখ্যাগুরু। এই সংখাগুরুদের নিয়ন্ত্রণ করেই রাজনীতির খেলা চলে।
আরিফুর রহমান, নরওয়ে।

বাঙাল; শ্লোক - ৪৫৯


বঙ্গ দেশ; শ্লোক - ৪৫৭

বঙ্গ দেশের জনসংখ্যা কোটি কোটি
তন্মধ্যে মানুষ কিছু হাতে গোনা।
ক্ষমতাবানেরা সেথা পরজীবী কীট;
সে ভূমি উর্বর ফলায় শশ্য সোনা।

পাদটীকা: বাংলাদেশের জনসংখ্যার তুলনামূলক আলোচনায় দক্ষ জনশক্তি সেখানে অপর্যাপ্ত। সোনার বাংলার সোনা অযোগ্য রাজনীতিকের হাতে, দুর্নীতিবাজ ক্ষমতাবানদের দখলে।
আরিফুর রহমান, নরওয়ে।

বঙ্গ দেশ; শ্লোক - ৪৫৭


রবীন্দ্র সংগীত; শ্লোক - ৪৩৫

রবীন্দ্রনাথের সংগীতে যাদু মাখানো আছে, 
নিজ ভূম থেকে বহু দূরে থাকি তবু মনে হয় নিকটে বহু কাছে। 
পুরানো স্মৃতি রোমন্থন করি; পঁচিশে বৈশাখে 
সংগীত মূখর উৎসব প্রহর, রবি ঠাকুর আসে আমাদের মাঝে। 

পাদটীকা: প্রতি বছর পঁচিশে থেকে সাতাশে বৈশাখ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা শাহজাদপুরের একটি ঐতিহ্য। সকাল থেকে মধ্য রাত অব্দি আয়োজন করা হতো সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, গীতি নৃত্য, মঞ্চনাটক সহ নানা অনুষ্ঠান। মঞ্চনাটকের কোন না কোন চরিত্রে আমি অভিনয় করতাম, কবিতা আবৃত্তি করেছি দু চার বার। অনুষ্ঠানে থাকতো উৎসবের আমেজ, যেন রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। 
 - আরিফুর রহমান, নরওয়ে।


দরিদ্র রাষ্ট্র; শ্লোক -৪৩৪

রাষ্ট্র দরিদ্র হওয়ার মূল কারণ
দারিদ্র সীমার নীচে থাকা দরিদ্র গণে নয়।
সে রাষ্ট্র মাথা তুলে না দাড়ায়
রক্ষক যেথা ভক্ষক হয়ে লুটেপুটে সব খায়।

পাদটীকা: রাষ্ট্র গরিব হওয়ার পিছে দারিদ্র সীমার নীচে বসবাসকারী নাগরিকদের ভূমিকা শূণ্য। রাষ্ট্র তখনই গরিব হয় যখন রাষ্ট্রে সুষম বন্টনের অভাব দেখা দেয়, প্রশাসনে যখন দুর্নীতির অনুপ্রবেশ ঘটে, শাসক এবং রক্ষক শ্রেণী যখন রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে।
- আরিফুর রহমান, নরওয়ে।


দরিদ্র রাষ্ট্র ভিক্ষুক ভিক্ষা করছেন

অপরিবর্তনীয়; শ্লোক - ৪২০

যে বাঙাল শিক্ষিত হয়েও,
পানি পড়ায় বিশ্বাস করে।
সে কার্টুন দেখে সভ্য হবে,
বিশ্বাস করি কেমন করে?

পাদটীকা: মানুষের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূরীকরণের সুশিক্ষার কোন বিকল্প নাই।  মানুষ যদি সুশিক্ষাকে ধারণ এবং আচরণে এর বহিঃপ্রকাশ না ঘটায় তাহলে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মুক্তি সম্ভব নয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

অপরিবর্তনীয়; শ্লোক - ৪২০

সংস্কার; শ্লোক - ৪১৭

ঢেঁকি যদি স্বর্গেও যায়
বাঁধে ঢেঁকি ধান।
বাঙালি জন যেথা যায়
গায় বাংলা গান।

পাদটীকা: মানুষের স্বভাব এবং চিরাচরিত সংস্কার সহজে পরিবর্তন হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪

শিল্প যেথা মূল্যহীন
হয় অবমূল্যায়ণ।
সেভূমে মহা অপরাধ
শিল্পীর জন্ম স্বয়ং।

পাদটীকা: যে দেশে শিল্পী ও শিল্পকর্মের অবমূল্যায়ন হয়, সেখানে শিল্পীর জন্ম অপরাধ তুল্য।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪
ছবি: রডিয়ান কুতসয়েভ

স্বদেশ; শ্লোক - ৩৭৮

জোর যার মুল্লুক তার,
বিড়ম্বনা অশেষ।
উঁয়ে খাওয়া, ঘুণ ধরা
সোনালী স্বদেশ।

পাদটীকা: বাংলাদেশে দুর্নীতি এবং অরাজকতা ক্রমশ বর্ধমান। এক কালের সোনার বাংলাদেশ আজ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ রূপ ধারণ করেছে অন্যায় এবং সুষম বন্টনের অভাবে।  
আরিফুর রহমান, নরওয়ে।
 
ছবি: আরিফুর রহমান

স্বদেশ বিদেশ; শ্লোক - ৩৫৭

স্বজাতি তাচ্ছিল্য করে
আপদ ভেবে বিদায় করে।
বিজাতি নিকটে ডেকে
সন্মূখে পুষ্প মালা ধরে।

পাদটীকা: স্বদেশে কুকুর, ভিনদেশে ঠাকুর। কোন কোন ব্যক্তি তার নিজ ভূমিতে অবহেলিত, এবং পক্ষান্তরে ভিন দেশে সম্মানিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মার্কাস এইচএমআর

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

বিস্কুটের টুকরো চাইনা
আস্ত বিস্কুট চাই।
বাংলাদেশি হইতে চাইনা
বাঙালি রইতে চাই। 

 পাদটীকা: কোনো ভূখণ্ডকে ভাগ করা যায়, কিন্তু ভূখণ্ডের মানুষের পরিচয় এবং সত্তাকে ভাগ করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

প্রহসন; শ্লোক - ২০০

প্রশাসন স্বদেশে আজরাইল,
মানুষ অসহায় অবিচারে।
সাজানো নাটক; চোর পুলিশ,
বিনাবিচারে প্রাণ কারে।

পাদটীকা: ন্যায় ন্যায়ের বিচার আদালতের হাতে ন্যস্ত হয় উচিত, বিচার বহির্ভুত হত্যাকান্ড কখনো কাম্য নয়।
যে পাহারাদার নিজেই সিঁদ কাটে, সেই পাহারাদারের কাছে গৃহকর্তার গৃহ নিরাপদ নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রহসন; শ্লোক - ২০০


পিরানহা; শ্লোক - ১৯১

যে পুকুরের অধিকাংশ পিরানহা, 
সে পুকুরে নামতে লাগে ভয়। 
যদি অক্ষত না ফিরি, ক্ষতি করে; 
সর্বদা আতংক, মনে সংশয়। 

পাদটীকা: যে সমাজের অধিকাংশ মানুষ মানবিক শিক্ষার পরিবর্তে উগ্র মতাদর্শে দীক্ষিত হয়, মানবিকের পরিবর্তে ভিন্ন বিশেষ্যণে নিজেকে বিশেষায়িত করে, অন্য মতাদর্শের মানুষের প্রতি সহনশীলতার পরিবর্তে ঘৃণা লালণ করে। সে সমাজ ভিন্ন মতাদর্শীদের জন্য ঝুকিপূর্ণ স্থান।
আরিফুর রহমান, নরওয়ে।

পিরানহা; শ্লোক - ১৯১


মিনি কাব্য - ১৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দাঁত থাকিতে দাঁতের যত্ন করি না,
ইহাই মোদের বাঙালীয়ানা।
অযত্নে অবহেলায় দন্ত যদি হারাই,
হই আফসোসে তালকানা।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন