প্রতিদান; শ্লোক - ৪৮১

না রাখে লোকে উপকারী গাছের ছাল,
পাতা, শিকড়, কাঠ, ও ডাল।
সৎ ও সরল জনের সুকর্মের প্রতিদান
অকৃতজ্ঞ না করে কোন কাল।

পাদটীকা: জীবন রক্ষাকারী গাছের যেমন লতা পাতা শিকড় বাকড় আমরা রাখি না। অনুরূপ কোন কোন মানুষ আছে যারা উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা উল্টো প্রতিদানে অপকার করে।
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিদান; শ্লোক - ৪৮১

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

সব পুরুষের জন্ম হয়
মাতা নারীর গর্ভে।
অচ্ছুত নারী দূরে থাক
মহা পুরুষ সদর্পে।

পাদটীকা: কোন কোন সমাজে নারীর উন্নয়ণের পথে বাঁধা নারীর গর্ভে জন্ম নেয়া স্বয়ং পুরুষ সন্তানেরা। এই পুরুষেরা, নিজেকে সুপুরুষ, মহাপুরুষ, পবিত্র পুরুষ দাবি করে। অন্য দিকে ৠতুকালীন সময়ের কারণে নারীকে অপবিত্র, অচ্ছুত ঘোষণা করে, অধিকার বঞ্চিত করে। যে নারীত্বের কারণে মানব জন্ম, সেই নারীত্বকে তাচ্ছিল্য বা অপমান করা মোটেও সুপুরুষ, মহাপুরুষ, বা পবিত্র পুরুষের পরিচয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮

মিথ্যার সংখ্যা ক্রমশঃ ঘন,
আগাছায় বাগান হইবে বন।
সত্যের সততা হইবে পরাজিত
মিথ্যেবাদী শাসিবে জনগণ।

পাদটীকা: যে বাগানে ফুলগাছের তুলনায় আগাছার সংখ্যা বেশি সেটি কে বাগান না বলে জঙ্গল বলাই শ্রেয়, কারণ সে বাগান ভূমি আগাছাদের দখলে। যে সমাজে সৎলোক দূর্বল, সে সমাজ অসৎ লোকের অধীনে।
- আরিফুর রহমান, নরওয়ে।

মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮


সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬

ধর্ম না বানায় সভ্য মানুষ
যদি না সে নিজে সভ্য হয়।
ধর্মের কল তখনই নড়ে,
যখন মানুষ ধর্মে করে ভয়।

পাদটীকা: ধর্ম মানুষকে তখনই সভ্য বানাতে সক্ষম হয় যখন মানুষ স্বয়ং সভ্য হয়। ঈশ্বর তখনই শক্তিমান, যখন মানুষ ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬


আগাছা; শ্লোক - ৪৭৪

যেথা আগাছা হিসেবে
গোলাপ পুষ্প ফুটে রয়।
সে দেশ আর যার হোক
কোন কুনাগরিকের নয়।

পাদটীকা: কোন স্থানে যদি আগাছা হিসেবে পুষ্পরাজি শোভা ছড়ায়, বুঝতে হবে সে স্থান পুষ্পের জন্য নিরাপদ, সে স্থান পুষ্পগ্রাসী পশু মুক্ত। অনুরূপ যে সমাজে মানুষ নির্ভয়ে চলাচল করে, বুঝতে হবে সে সমাজে সু নাগরিক বসবাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

গোলাপ আগাছা; শ্লোক - ৪৭৪


সাম্যের কথা; শ্লোক - ৪৭১

নির্বোধ ধর্মান্ধ না রই, 
চলো সবে সু মানুষ হই। 
জাত পাত ভেদ ভুলে, 
মানব সাম্যের কথা কই। 

পাদটীকা: নির্বোধেরাই কেবল জাত পাতের ভেদাভেদ করে, বিশ্বাসের ভিত্তিতে হানাহানি করে। মানুষ হিসেবে আমরা সকলই সমান, তাই আমাদের মানবিক হওয়া উচিত। 
- আরিফুর রহমান, নরওয়ে।



চোরের ধর্ম; শ্লোক - ৪৭০

চোরে না শোনে 
ধর্মের কাহিনী। 
ধর্মান্ধ না বোঝে 
বিজ্ঞানের বাণী। 

পাদটীকা: অসৎ ব্যক্তি যেমন সুনীতির বাহক নন, ধর্মান্ধ অনুরূপ বিজ্ঞানের ধারক নন। 
- আরিফুর রহমান, নরওয়ে।



জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯

যে মানুষ নিঃস্ব, খুধায় শরীর বেঁচে খায়; 
মানুষ হিসেবে অসহায়, মাথা নত হয়। 
যে মানুষ ধর্মজীবি, পেশায় ধর্ম বেঁচে খায়; 
তাহার তরে ঘৃণা, মুখ থুথুতে ভরে যায়। 

পাদটীকা: মানুষ হিসেবে আমি সেই মানুষের নিকট ব্যর্থ অপারগ মানুষ হিসেবে সেই মানুষের নিকট মাথা নত করি, যে নিঃশ্ব এবং অসহায় হওয়া স্বত্বেও কারোর নিকট হাত পাতে না। সে লোক নিকৃষ্ট, যে ধর্ম বেঁচে খায়, আমি সেই মানুষকে ঘৃণা করি যে ধর্ম দিয়ে ব্যবসা করে খায়। 
- আরিফুর রহমান, নরওয়ে।

জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯


পরিমাপক; শ্লোক - ৪৫৬

যার হাতে যেমন ফিতা
সবাইকে সে তেমন মাপেই মাপে।
যার চুলোয় যে আগুন
সে রুটি ছ্যাঁকে ঠিক তেমন তাপে।

পাদটীকা: মানুষ তার শিক্ষা, এবং অতীত অভিজ্ঞতার আলোকে সমগোত্রীয় বা সাদৃশ্যময় কোন নতুন ব্যক্তি, বস্তু, বা বিষয় সম্পর্কে ধারণা করে থাকে।

আরিফুর রহমান, নরওয়ে।


মাপকাঠি; শ্লোক - ৪৫৬


সর্প; শ্লোক - ৪৫৩

কোন কোন মানুষ দেখিতে সুন্দর;
আচরণে করে হৃদয় চূর্ণ।
কোন কোন সর্প দেখিতে সুন্দর;
কিন্তু দন্ত বিষে পরিপূর্ণ।

পাদটীকা: বাহ্যিক রূপ দেখে মানুষের বৈশিষ্ট্য বা সত্তার পরিচয় নির্ণয় করতে গেলে নির্ণয় ভুল হতে পারে। কোন কিছু দেখিতে সুন্দর, অর্থাৎ সুন্দর মানেই ভালো, এমন ভাবনার ফল সর্বদা সঠিক নাও হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সর্প; শ্লোক - ৪৫৩


গুণীর গান; শ্লোক - ৪৫১

সময়ের স্রোতে
রূপ হারিয়ে যায়।
গুণীর জয়গান
সবে যুগ যুগ গায়।

পাদটীকা: বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সৌন্দর্য বা শক্তি হারিয়ে যেতে পারে, তবে তার জীবদ্দশার সম্পাদিত কর্মের কথা গল্প হয়ে যুগ যুগ বেঁচে থাকে এবং গুণী ব্যক্তির গুণকীর্তন মানুষের মুখে মুখে চর্চিত হতে থাকে।
- আরিফুর রহমান, নরওয়ে।

গুণীর গান; শ্লোক - ৪৫১


জন্মের কারণ; শ্লোক - ৪৫০

মানুষের জন্ম সূচনায়
নর নারীর যৌথ কারণ।
নর করে শুক্রাণু দান
নারী করে গর্ভে ধারণ। 

পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনী ব্যতিত, বাস্তবে নারী কখনোই পুরুষের শুক্রাণু ব্যাতিত গর্ভধারণ করতে পারে না। পুরুষের শুক্রাণু সহিত নারীর ডিম্বাণুর মিলন তথা নারীর অবদান ব্যতিত তা মানব শিশু রূপে ভূমিষ্ট হতে পারে না। মানব শিশুর জন্মে নর ও নারী উভয় পক্ষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
- আরিফুর রহমান, নরওয়ে।

জন্মের কারণ; শ্লোক - ৪৫০


কারণ; শ্লোক - ৪৪৯

অকারণে না জ্বলে আগুন
না ওঠে কখনো ধোঁয়া।
হিংসা বিবাদ কারণেই হয়
স্বার্থে লাগিলে ছোঁয়া।

পাদটীকা: সব প্রতিক্রিয়া সৃষ্টির পিছনে এক বা একাধিক ক্রিয়া বা কারণ নিহিত থাকে। অকারণে সাধারণত কখনো কিছুই ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

ধোঁয়া কারণ; শ্লোক - ৪৪৯


করোনাভাইরাস; শ্লোক - ৪৪৮

ছোঁয়াচে ভাইরাস না দেখে
বর্ণ ধরম জাতি।
মানুষ থেকে মানুষে ছড়ায়
বড্ড প্রাণ ঘাতী।

পাদটীকা: করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। ২০২০ সালে বিশ্ব জুড়ে লক্ষাধিক ব্যক্তি এর কারণে প্রাণ হারিয়েছেন।
আরিফুর রহমান, নরওয়ে।

করোনাভাইরাস; শ্লোক - ৪৪৮

প্রতিলিপি; শ্লোক - ৪৪৬

মানুষ তার প্রতিলিপি দেখে 
ঈশ্বরের মূর্তি গড়ে। 
আপন বাক্য প্রতিষ্ঠার তরে 
ঈশ্বরের নামে পড়ে। 

পাদটীকা: মানুষের ক্ষমতা সীমিত, মানুষের কাছে সে রূপ অকল্পনীয় যা সে দেখেনি বা শোনেনি। সসীম ক্ষমতার অধিকারী হওয়ায় আমরা কেবল সেগুলোর দৃশ্যায়ণ করতে পারি যা আমরা দেখেছি বা শুনেছি। 
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিলিপি; শ্লোক - ৪৪৬


বিষ; শ্লোক - ৪৪৫

সাপের থাকে শরীরে বিষ, 
মানুষের মনে। 
সর্প আঘাত পাইলে দংশে 
মানুষ অকারণে। 

পাদটীকা: কিছু কিছু মানুষ আছে, যাদের সাথে কোন শত্রুতা না থাকা সত্ত্বেও তোমার ভালো দেখে হিংসা করবে, সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করবে, এদের বিষ মুলত এদের অন্তরে।
 - আরিফুর রহমান, নরওয়ে।

বিষ; শ্লোক - ৪৪৫


বিভক্তি; শ্লোক - ৪৪০

মনুষ্য প্রাণ সকলেই সমান, 
শিরায় প্রবহমান একই রঙের রক্ত। 
জৈবিক চাহিদা সবার এক, 
বিশ্বাসে মানুষ থেকে মানুষ বিভক্ত। 

পাদটীকা: প্রাণী হিসেবে সব মানুষের জৈবিক চাহিদা এক, কিন্তু ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং জাতিগত বৈষম্য মানুষকে মানুষ থেকে আলাদা করেছে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

বিভক্তি শ্লোক ৪৪০


বিশ্বাসের বিষ; শ্লোক - ৪৩৯

দুনিয়ায় আছে যত বন্যপ্রানী 
করে না কেউ হানাহানি ধর্মের বিষে! 
মানব উন্নত সভ্যতা শিক্ষায়; 
নরকের কীট ঘাতক বিশ্বাসের বিষে। 

পাদটীকা: বন্যপ্রাণীকূল বা আমাদের চোখে অসভ্য প্রাণীকূল কখনোই ধর্মের কারণে কাউকে হত্যা করে না। বরঞ্চ সভ্য এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে দাবী করা মানুষেরা করে থাকে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাসের বিষ


দীপাবলী; শ্লোক - ৪৩৮

জ্ঞানের দীপাবলি উঠুক জ্বেলে 
সকল অন্ধের চিন্তনে। 
কুসংস্কার আঁধার বিদায় হোক 
সুদিন আনুক সুজনে। 
 
পাদটীকা: সকল প্রকার কুসংস্কার এবং কুচিন্তা মানুষের মন থেকে দূর হোক, মানুষের মনে জ্ঞানের প্রদীপ প্রজ্জলিত হোক, মানুষেরা মানুষ থেকে উত্তম মানুষ হোক, সুদিন আসবে। 
- আরিফুর রহমান, নরওয়ে।
দীপাবলী; শ্লোক - ৪৩৮


মেধা এবং মানবতা; শ্লোক - ৪৩৭

যে মেধায় নাই মানবতার বাস 
মনুষ্যত্ব সেথা করে হাসফাস। 
সে মূর্খ ঢের উত্তম; যে জন সৎ 
মানুষে প্রাণে করে প্রেম বিশ্বাস। 

পাদটীকা: বুদ্ধিমান অসৎ ব্যক্তি অনেক ভয়ংকর হতে পারে। এরূপ ক্ষেত্রে মূর্খ এবং সৎ ব্যক্তি যথেষ্ট নিরাপদ এবং উত্তম। যে ব্যক্তির মাঝে মেধা, সততা এবং মানবতার বাস, সে ব্যক্তি অতি উত্তম। 
- আরিফুর রহমান, নরওয়ে।
মেধা এবং মানবতা শ্লোক

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন