নির্বোধ ধর্মান্ধ না রই,
চলো সবে সু মানুষ হই।
জাত পাত ভেদ ভুলে,
মানব সাম্যের কথা কই।
পাদটীকা: নির্বোধেরাই কেবল জাত পাতের ভেদাভেদ করে, বিশ্বাসের ভিত্তিতে হানাহানি করে। মানুষ হিসেবে আমরা সকলই সমান, তাই আমাদের মানবিক হওয়া উচিত।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন