সাপের থাকে শরীরে বিষ,
মানুষের মনে।
সর্প আঘাত পাইলে দংশে
মানুষ অকারণে।
পাদটীকা: কিছু কিছু মানুষ আছে, যাদের সাথে কোন শত্রুতা না থাকা সত্ত্বেও তোমার ভালো দেখে হিংসা করবে, সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করবে, এদের বিষ মুলত এদের অন্তরে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন