পরিচয় বদলে তা হয় দুধ চা।
বাঙাল হিন্দু বৌদ্ধ মুসলিম,
এক উপকরণ যোগ ভিন্নতা।
পাদটীকা: ভারত উপমহাদেশের জনগণ সংকর জাতির, সংকর ভাষাভাষী এবং সংস্কৃতির। ভিন্ন ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে এদের পরিচয় ভিন্ন, তবে জাতিগত পরিচয়ে এরা সকলেই এক। বাঙালি হিন্দু, বৌদ্ধ, মুসলিম বা যেকোনো ধর্মের মানুষ—সবাই মূলত একই মানবজাতির অংশ। ভিন্নতা বিভাজনের নয়; বরং তা মিলনের পথ দেখাতে পারে, যদি আমরা মূল মানবিকতা ও সহাবস্থানের মন্ত্রটি হৃদয়ে ধারণ করি। - আরিফুর রহমান, নরওয়ে।