দুনিয়ায় আছে যত বন্যপ্রানী
করে না কেউ হানাহানি ধর্মের বিষে!
মানব উন্নত সভ্যতা শিক্ষায়;
নরকের কীট ঘাতক বিশ্বাসের বিষে।
পাদটীকা: বন্যপ্রাণীকূল বা আমাদের চোখে অসভ্য প্রাণীকূল কখনোই ধর্মের কারণে কাউকে হত্যা করে না। বরঞ্চ সভ্য এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে দাবী করা মানুষেরা করে থাকে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন