দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি