মিনি কাব্য - ৩০১

মিনি কাব্য - ৩০১
আরিফুর রহমান
-----------------
কলি, পূর্ণতা পায় ফুলে
ফুল, পূর্ণতা পায় ফলে।
কলি যদি ফুল না হয় তবে
ফল হয় কি তা কোন কালে?

স্বতন্ত্র; শ্লোক - ২২৬

এ ধরনীর প্রতিটি ফুল
বৈচিত্রে ও গন্ধে স্বতন্ত্র সুন্দর।
অনুরূপ জাত বর্ণ ভেদে
স্বরূপে সুন্দর নারী এবং নর।

পাদটীকা: প্রতিটি ফুল আপন রঙে সুন্দর, আর মানুষ তার আপন রূপে সুন্দর। হাতের প্রতিটি আঙুলের ন্যায় পৃথিবীর প্রাকৃতিক উপকরণ এবং প্রতিটি প্রাণী স্বতন্ত্র।
আরিফুর রহমান, নরওয়ে।

স্বতন্ত্র; শ্লোক - ২২৬


মিনি কাব্য - ১০৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কিছু ফুল ফোটার আগেই ঝরে যায়,
গল্প তাঁহার অসমাপ্তই রয়ে যায়।
নানান পথের বিড়ম্বনায়, মরীচিকায়
বিপথে পথিক পথ হারায়।

বনফুল; শ্লোক - ২৭৬

কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়। 

পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বনফুল; শ্লোক - ২৭৬


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন