মনের পশু মনেই রইলো,
খোদায় নাহি ভয়!
নিরীহ প্রাণী কুরবানীতে
খোদা কী তুষ্ঠ হয়?
পাদটীকা: যে মানুষ মনের পশুত্বকে কুরবানী বা ত্যাগ করে ঈশ্বরকে জয় করতে ব্যর্থ। সেই মানুষের মনের পশুকে জিইয়ে রেখে নিরীহ চতুষ্পদী প্রাণীকে ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে হত্যা বরাবরই প্রশ্নবিদ্ধ।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন