জাতপাত ও ধর্মে
হানাহানি, বিজয়ী কেহ।
হৃৎপিন্ড থামিলে
পরিচয় লাশ, মৃতদেহ।
পাদটীকা: কোন কোন মানব গোত্র যতক্ষণ জীবিত ততক্ষণ ব্যস্ত পারস্পরিক হানাহানিতে এবং বিচ্ছিন্ন বৈষম্য ভেদ বিভেদে। হৃতপিন্ড যখন থেমে যায়, ফুসফুস নিশ্বাস গ্রহণের ক্ষমতা হারায়, তখন সকলেই সমান, একই পরিচয়; লাশ, মৃতদেহ।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন