মানুষ বাড়ে গাছের মত,
চারাগাছ হয় বিশাল বড়; 
সময়ের সাথে যোগ্যতায় 
বিশাল থেকে বিশালতর।

পাদটীকা: মানুষের বিকাশ ও সম্ভাবনার রূপক তুলনা। যেমন একটি ছোট চারাগাছ ধীরে ধীরে সময়, পরিচর্যা ও অনুকূল পরিবেশে বড় হয়ে ছায়াদানকারী বিশাল বৃক্ষে পরিণত হয়, তেমনি একজন মানুষও নিজের মেধা, পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে ক্রমশ উন্নতি করে। সময়ের সঙ্গে সঙ্গে যদি তার যোগ্যতা ও মানবিক গুণাবলি বিকশিত হয়, তবে সে শুধু বড় মানুষ নয়, মহান মানুষ হয়ে উঠতে পারে। - আরিফুর রহমান, নরওয়ে। 

মানুষের বিকাশগাথা; শ্লোক - ৫১৭