দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

স্রষ্টা চরিত্র; শ্লোক - ১২

মানব আপন স্বার্থেই গড়েছে
ঈশ্বর, খোদা, ভগবান; 
আপন হাতেই লিখেছে কিতাব
তাঁহার নামে জয়গান।

পাদটীকা: ঈশ্বর কখনো মানুষের সামনে এসে তার অস্তিত্ব, মহানুভবতা বা ক্ষমতার কথা জানান দেননি। এবং ঈশ্বরের সকল জয়গান মানুষের তৈরী বর্ণমালা দিয়ে মানুষের হাতেই লেখা। মানুষ প্রাকৃতিকভাবে আশাবাদী প্রাণী, ভরসা করতে ভালোবাসে, তাই সে, স্বীয় জ্ঞানের মাপকাঠি দিয়ে এই কাল্পনিক সত্তাকে সাজায়, এবং ভরসা করে অপ্রাপ্তিগুলো ভুলে থাকে। আবার এই অজ্ঞাত শক্তির ভয় দেখিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করে। মোটকথা, ঈশ্বরের ধারণার স্রষ্টা মানুষ স্বয়ং।
আরিফুর রহমান, নরওয়ে।

স্রষ্টা চরিত্র; শ্লোক - ১২


মিনি কাব্য - ৩৪২

মিনি কাব্য - ৩৪২
আরিফুর রহমান
-----------------
ধর্ম শালায় ঈশ্বর থাকে না
থাকে জনপদে জঙ্গলে।
ঈশ্বর না বাড়ায় স্বর্গীয় হাত;
মানুষই আসে মঙ্গলে।

মিনি কাব্য - ২২২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষে গড়েছে ঈশ্বর,
আপন কারণে।
মানুষকে বধিছে মানুষ,
ঈশ্বরের বারণে।

ত্রাণ; শ্লোক - ৪৯৯

বিজ্ঞান দিবে সমাধা, ত্রাণ
শত্রু অদৃশ্যমান।
ঈশ্বর নয়, মানুষ আনবে
সুদিন, সমাধান।

পাদটীকা: বর্তমান বিশ্বের সকলেই এক কঠিন সময় পার করছে। বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকাটাই অনেক বড় বিষয়। করোনা থেকে পরিত্রাণের উপায় কোনো অদৃশ্য সত্তা নয় রক্ত মাংসের মানুষেরাই আবিষ্কার করেছে, শিগ্রই সুদিন আসবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

ত্রাণ; শ্লোক - ৪৯৯ 499

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬

ধর্ম না বানায় সভ্য মানুষ
যদি না সে নিজে সভ্য হয়।
ধর্মের কল তখনই নড়ে,
যখন মানুষ ধর্মে করে ভয়।

পাদটীকা: ধর্ম মানুষকে তখনই সভ্য বানাতে সক্ষম হয় যখন মানুষ স্বয়ং সভ্য হয়। ঈশ্বর তখনই শক্তিমান, যখন মানুষ ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬


পৌত্তলিক; শ্লোক - ৪৫৫

পশু কুরবানী ও পশু বলি
দুই মূলতঃ পৌত্তলিক বিষয়।
উভয় পন্থায় প্রাণীর হত্যা
ঈশ্বরকে সন্তুষ্টির লক্ষ্যে হয়।

পাদটীকা: যে ধর্ম মতে ঈশ্বর পশু বলীতে সন্তুষ্ট হন, সে ধর্ম পৌত্তলিক ধর্ম বৈ অন্য কিছু নয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

পৌত্তলিক; শ্লোক - ৪৫৫


সূর্য; শ্লোক - ৩১৪

সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪


মিনি কাব্য - ৩৪১

মিনি কাব্য - ৩৪১
আরিফুর রহমান
-----------------
সর্ব ভক্তি সত্য ও ন্যায়ে,
সত্য ও সুন্দর পূজি।
অশরীরি খুঁজি না আমি,
সুমানবে ঈশ্বর খুঁজি।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন