ধর্মান্ধতা; শ্লোক - ৪২৮

মানুষের চেয়ে ধর্মান্ধরা
সংখ্যা গুরু যেথা।
মানবতা হুমকির মুখে,
বিপন্ন প্রায় সেথা।

পাদটীকা: যে সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটে, যেখানে ধর্মান্ধরা উগ্রতায় মত্ত হয়, মানুষ সেখানে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়, মানবতা সেখানেই বিপন্ন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ভাইরাস; শ্লোক - ৪২৭

নিশ্বাসে ভাইরাস, বিশ্বাসে ভাইরাস;
ভাইরাস ছড়াছড়ি জগৎময়।
ভাইরাস মানুষকে অসুস্থ করে, মারে
ভাইরাসে তাই আমার ভয়।

পাদটীকা: এক ধরণের ভাইরাস হাঁচি, কাশি, নিশ্বাস বা স্পর্শের মাধ্যমে ছড়ায়, অন্য ধরণের ভাইরাস বিশ্বাসের মাধ্যমে ছড়ায়। এবং উভয় ভাইরাসই ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং মানব জাতির জন্য হুমকি স্বরূপ হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

ভাইরাস

লৌকিক; শ্লোক - ৩৮৫

প্রাণ বলিতে স্রষ্টা তুষ্ট
এ ধারণা সম্পূর্ণ লৌকিক।
রক্তপাত ও বলি দানে
দেব তুষ্ট, বলে পৌত্তলিক।

পাদটীকা: ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে প্রাণ হত্যা পৌত্তলিকতার নিদর্শন।

ছবি: আরিফুর রহমান

প্রতিষ্ঠা; শ্লোক - ৩৮১

ইতিহাসে অনেক সত্য গিয়েছে
মিথ্যার ছাইয়ে ঢেকে;
অনেক মিথ্যা প্রতিষ্ঠা পেয়েছে
সত্যের রঙে রঙ মেখে।

পাদটীকা: কলম্বাস যেমন আমেরিকার আবিস্কারক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, অনুরূপ ইতিহাসে আরো অনেক অসত্য বিষয় প্রচার প্রচারণায় সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

প্রতীক; শ্লোক - ৩৮০

শাস্তি ও মৃত্যু চিহ্ন “ক্রুশ”
রোমান করেছে “শান্তি” রূপে প্রতিষ্ঠা।
মঙ্গলের প্রতীক “স্বস্তিকা”
জার্মান নাৎসি মেখেছে ঘৃণা’র বিষ্ঠা।

পাদটীকা: যথাযথ ভাবে প্রচার করা গেলে, অন্যায়কেও  ন্যায়  হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। আবার অপপ্রচারে প্রতিষ্ঠিত বিষয়কেও কলুষিত করা স্বভব।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতীক; শ্লোক - ৩৮০

নির্ণয়; শ্লোক - ৩৭৬

সর্বদা উহা সঠিক নয়,
যাহা লিখিত রয়।
সত্য মিথ্যা বুদ্ধি দ্বারা
নির্ণয় করিতে হয়।

পাদটীকা: সত্য মিথ্যা আমাদের বুদ্ধি দিয়ে নির্ণয় করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

শ্লোক - ৩৭৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৪
—————————
খাদ্যের কোন ধর্ম নাই
খাদ্য স্বয়ং ধর্ম।
প্রাণীকূল করে আহার,
বাঁচার তরে কর্ম।

গন্তব্য; শ্লোক - ৩৭২

নদীর উৎপত্তি ঝরণা হলেও
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য। 

পাদটীকা: নদীর উৎপত্তি ঝর্ণায় হলেও সে সকল বাধাকে উপেক্ষা করে সাগরে গিয়ে মিলিত হয়। কোনো বাধাই নদীর গন্তব্যকে থামাতে পারে না। অনুরূপ বিজ্ঞ বা জ্ঞানী সমাজের যে স্তরেই থাকুক না কেন, সে সকল বাধাকে উপেক্ষা করে আপন লক্ষ্যে ছুটে চলে মূর্খ লোকদের কটু কথা তাকে লক্ষ্য হতে বিচ্যুত করতে পারে না।    
আরিফুর রহমান, নরওয়ে।

গন্তব্য; শ্লোক - ৩৭২

খুন, শ্লোক - ৩৬৩

যে স্রষ্টা আপনি মহান
শ্রেষ্ঠ আপন গুণে।
সে স্রষ্টা হয় কি খুশি
আপন সৃষ্টির খুনে?

পাদটীকা: স্রষ্টা কি আসলেই তার তার নামে কোন প্রাণী হত্যা করে রক্তপাত ঘটালে খুশি হন?
- আরিফুর রহমান, দ্রবাক, নরওয়ে। 

শ্লোক - ৩৬২

আরিফুর রহমানের শ্লোক - ৩৬২
—————————
বন্য পশু ভয়ংকর নয়,
যদি তারা বাস করে জঙ্গলে, বনে।
সেই পশু অতি ভয়ংকর,
যে পশু বাস করে মানুষের মনে।

প্রার্থনা; শ্লোক - ৩৬১

শান্তি আসুক ভালোবাসায়
রক্তপাতে নয়।
সকল প্রাণী সুখে থাকুক
সারা বিশ্বময়।

পাদটীকা: সকল প্রাণী সুখে থাকুক, শান্তিতে এবং নিরাপদে থাকুক।
আরিফুর রহমান, নরওয়ে।


শ্লোক - ৩৫১

আরিফুর রহমানের শ্লোক - ৩৫১
—————————
বিনা কারণে কালিদাস
না আসে পুকুর ঘাটে।
খালি হাড্ডি অকারণে
কখনো না কুকুর চাটে।

রাজনীতি রন্ধন; শ্লোক - ৩৫০

ধর্মের তেলে তরকারী রাঁধো
আমিষ কিম্বা নিরামিষ।
ঐ তেলেতেই রাজনীতি ভাজো
সিন্নি, প্রসাদে একই বিষ। 

পাদটীকা: ধর্মের সাথে রাজনীতি মিশালে ধর্ম বিকৃত এবং বিতর্কিত হয়, কারণ সেটি আর ধর্ম থাকে না, তখন সেটি হয় রাজনৈতিক ক্ষমতা লাভের হাতিয়ার। 
আরিফুর রহমান, নরওয়ে।

দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

মিনি কাব্য - ৩৪২

মিনি কাব্য - ৩৪২
আরিফুর রহমান
-----------------
ধর্ম শালায় ঈশ্বর থাকে না
থাকে জনপদে জঙ্গলে।
ঈশ্বর না বাড়ায় স্বর্গীয় হাত;
মানুষই আসে মঙ্গলে।

মিনি কাব্য - ৩৪১

মিনি কাব্য - ৩৪১
আরিফুর রহমান
-----------------
সর্ব ভক্তি সত্য ও ন্যায়ে,
সত্য ও সুন্দর পূজি।
অশরীরি খুঁজি না আমি,
সুমানবে ঈশ্বর খুঁজি।

মিনি কাব্য - ৩৩৩

মিনি কাব্য -৩৩৩
আরিফুর রহমান
-----------------
পাপ হলো ধর্ম মতে দুষ্কর্ম
যাহা মানুষে স্বজ্ঞানে করে।
যে জন আপনা থেকে শুদ্ধ না হয়,
শুদ্ধ না করে তাকে তুলসী, কাবা ঘরে।

মিনি কাব্য - ৩১৮

মিনি কাব্য - ৩১৮
আরিফুর রহমান
-----------------
ধর্ম যাহা না পারিয়াছে
প্রমাণ করিতে শত শত বছরে।
প্রযুক্তি তাহা দেখাইয়াছে
বিগত কয়েক দশক বছরে।

মিনি কাব্য - ৩১৫

মিনি কাব্য - ৩১৫
আরিফুর রহমান
-----------------
যেথা অনুচিত, অন্যায়, অসত্য বিরাজমান
ধর্ম সেখানেই প্রয়োজন।
যেথা উচিত, ন্যায়, সত্য স্বীকৃত - প্রতিষ্ঠিত
ধর্ম সেখানে নিষ্পয়োজন।

মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন