মিনি কাব্য - ৩০০

মিনি কাব্য - ৩০০
আরিফুর রহমান
-----------------
বড় কথায় বড় নয়
বড় হয় কর্মে।
বড় বৃক্ষে ভক্তি নয়
ভক্তি মানব ধর্মে।

মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৪৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বিশ্বাস হাওয়ায় নড়ে,
বিশ্বাসী তাই হাওয়ায় ডরে।
ভিত্তি যদি হয় শক্ত মজবুত,
অটল থাকে আঘাতে নিযুত।

মিনি কাব্য - ২৪৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।

মিনি কাব্য - ২৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দর্শন বিজ্ঞান পাঠ -
চিনতে শেখায় বিষয় জগৎ সত্যকে।
বৈদিক পুস্তক পাঠ -
আবদ্ধ করে উন্মুক্ত চিন্তা ভাবনাকে।

মিনি কাব্য - ২৩৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বাস খুবই সুক্ষ বিষয়,
আস্থায় গড়ে, ভাঙ্গে সংশয়।
প্রেম ও ধর্ম বিশ্বাসে গড়ে,
সন্দেহে ভাঙ্গে, ভিত্তি নড়ে।

মিনি কাব্য - ২৩৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্মসূত্রে প্রতিটি মানুষ
অদ্বিতীয় এবং স্বাধীন।
মানব সৃষ্ট সংস্কার
করে তাকে পরাধীন।

মিনি কাব্য - ২২২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষে গড়েছে ঈশ্বর,
আপন কারণে।
মানুষকে বধিছে মানুষ,
ঈশ্বরের বারণে।

মিনি কাব্য - ২১৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নির্মম শাস্তিতে মৃত ক্রশবিদ্ধ যিশু
“শান্তির প্রতিক” পায় সম্মান।
অত্যাচারী শাসকেরা ধর্ম লেখক;
“প্রচারেই প্রসার” করে প্রমাণ।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮

অন্ধবিশ্বাস মানুষকে
বুদ্ধি প্রতিবন্ধী করে দেয়।
বুঝিতে পারে না সে
সঠিক ভুল ন্যায় অন্যায়।

পাদটীকা: কোন কোন বুদ্ধি প্রতিবন্ধী যেমন তার বুদ্ধি দিয়ে উচিত অনুচিতের তফাৎ করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করতে পারে না।  অনুরূপ মানুষ যখন বুদ্ধিমত্তাকে বিসর্জন দিয়ে অন্ধ বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সে বুদ্ধি থাকা স্বত্তেও বুদ্ধি প্রতিবন্ধী মতো আচরণ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮


মিনি কাব্য - ১৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আচমকা দেখি বেলা শেষে;
ঘুণ পোকা মানুষের বেশে,
দানবের মত হেসে হেসে,
বিচরণ করে আমার দেশে।

লেনদেন; শ্লোক - ১৮১

ঈশ্বরকে সন্তুষ্ট না করিলে
স্বর্গলোকে দিবে না ঠাঁই।
এ ভবে, লেনদেন ব্যতীত
কখনো প্রাপ্তিযোগ নাই।

পাদটীকা: ধর্মীয় গ্রন্থ সমূহে কেবল মাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করার শর্তেই স্বর্গের নিশ্চয়তা দেয়া হয়েছে। কেবল মাত্র সেই লোক পরকালে স্বর্গ লাভ করবেন যিনি, ইহকালে ঈশ্বরকে সন্তুষ্ট করে যাবেন। অর্থাৎ ঈশ্বরের এবং পৃথিবীর সাথে আমাদের লেনদেনের সম্পর্ক।
আরিফুর রহমান, নরওয়ে।

লেনদেন; শ্লোক - ১৮১


মিনি কাব্য - ১৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হাজার ইঁদুর খেয়ে
বিড়াল চললো হজ করতে।
ফিরে টুপি জুব্বা গায়
বিড়াল ধর্মের গীত গায়।

মিনি কাব্য - ১৫৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।

মাপকাঠি; শ্লোক - ১৪০

ধার্মিক বা অধার্মিক
ভালো মন্দের মাপকাঠি নয়।
ভালো - মন্দ নির্ণয়
ব্যক্তির কর্ম গুণ বিচারে হয়।

পাদটীকা: কোন কিছুতে বিশ্বাস স্থাপন করা বা না করা কখনো কারোর পরিচয় নয়, ব্যক্তির কর্ম ব্যক্তির সত্তার ভালো বা মন্দ নির্ণয়ের মাপকাঠি।

মাপকাঠি পরিমাপ

মিনি কাব্য - ১৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রতিটি বইয়ের প্রতিটি শব্দ
মানুষের হাতে লেখা।
এই গোপন সত্যটি,
দর্শন আর যুক্তি থেকে শেখা।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন