নদীর উৎপত্তি ঝরণা হলেও
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য।
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য।
পাদটীকা: নদীর উৎপত্তি ঝর্ণায় হলেও সে সকল বাধাকে উপেক্ষা করে সাগরে গিয়ে মিলিত হয়। কোনো বাধাই নদীর গন্তব্যকে থামাতে পারে না। অনুরূপ বিজ্ঞ বা জ্ঞানী সমাজের যে স্তরেই থাকুক না কেন, সে সকল বাধাকে উপেক্ষা করে আপন লক্ষ্যে ছুটে চলে মূর্খ লোকদের কটু কথা তাকে লক্ষ্য হতে বিচ্যুত করতে পারে না।
- আরিফুর রহমান, নরওয়ে।
শব্দার্থ: উৎপত্তি /বিশেষ্য পদ/ সৃষ্টি, জন্ম, উদ্ভব।
উত্তরমুছুনশব্দার্থ: দক্ষ ১. /বিশেষণ পদ/ পারদর্শী, ওস্তাদ, নিপুণ। ২. /বিশেষ্য পদ/ প্রজাপতিবিশেষ; নক্ষত্ররূপিণী সপ্তবিংশ কন্যার পিতা, সতীর পিতা, ব্রহ্মার পুত্র
উত্তরমুছুনশব্দার্থ: বাণ /বিশেষ্য পদ/ শর, তীর, ধ্বনি শব্দ; শর বৃক্ষ, নলখগড়ার গাছ; তান্ত্রিক মারণমন্ত্রবিশেষ।
উত্তরমুছুনশব্দার্থ: স্তব্ধ /বিশেষণ পদ/ জড়ীভূত, নিশ্চল; নীরব, গম্ভীর; থমথমে। /বিশেষ্য পদ/ স্তব্ধতা।
উত্তরমুছুন