নিষ্ঠুরতা বনাম মানবতা; শ্লোক - ৬

বিলীন হোক নিষ্ঠুরতা
হোক মারণাস্ত্রের ক্ষয়,
জাগ্রত হোক মানবতা
হোক মনুষ্যত্বের জয়।
 
পাদটীকা: জঙ্গি ও যুদ্ধবাজদের মন থেকে যুদ্ধের চিন্তা বিলীন হোক, যুদ্ধাস্ত্র বিকল হোক, যুদ্ধাস্ত্রের প্রয়জোনীয়তা ফুরিয়ে যাক। পৃথিবীর প্রতিটি মানুষের মনে মানবতা জাগ্রত হোক, মনুষ্যত্বের জয় হোক।
- আরিফুর রহমান, নরওয়ে।

নিষ্ঠুরতা, মানবতা; শ্লোক - ৬


ধর্মান্ধতা; শ্লোক - ৪২৮

মানুষের চেয়ে ধর্মান্ধরা
সংখ্যা গুরু যেথা।
মানবতা হুমকির মুখে,
বিপন্ন প্রায় সেথা।

পাদটীকা: যে সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটে, যেখানে ধর্মান্ধরা উগ্রতায় মত্ত হয়, মানুষ সেখানে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়, মানবতা সেখানেই বিপন্ন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


মেধা এবং মানবতা; শ্লোক - ৪৩৭

যে মেধায় নাই মানবতার বাস 
মনুষ্যত্ব সেথা করে হাসফাস। 
সে মূর্খ ঢের উত্তম; যে জন সৎ 
মানুষে প্রাণে করে প্রেম বিশ্বাস। 

পাদটীকা: বুদ্ধিমান অসৎ ব্যক্তি অনেক ভয়ংকর হতে পারে। এরূপ ক্ষেত্রে মূর্খ এবং সৎ ব্যক্তি যথেষ্ট নিরাপদ এবং উত্তম। যে ব্যক্তির মাঝে মেধা, সততা এবং মানবতার বাস, সে ব্যক্তি অতি উত্তম। 
- আরিফুর রহমান, নরওয়ে।
মেধা এবং মানবতা শ্লোক

ধর্মান্ধতা ও মানবিক বিপর্যয়; শ্লোক - ৫১৮

ধর্মান্ধের সমাজে,
ভিন্ন ধর্মী অনিরাপদ।
ধর্মান্ধের ধর্ম পদ,
মানুষের জন্য বিপদ।

পাদটীকা: ধর্মান্ধতার ফলে সমাজে মানবিক সংকট তৈরী হয়। যেখানে ধর্মের অপব্যাখ্যা ও একচেটিয়া দখলদারিত্ব চলে, সেখানে ভিন্নধর্মী বা মতের মানুষ অনিরাপদ হয়ে ওঠে। ধর্মান্ধরা যে ধর্মের পতাকা তুলে ধরে, সেটি আসলে মানুষের শান্তি ও কল্যাণের পথে নয়—বরং বিপদের বার্তা হয়ে দাঁড়ায়। ধর্মের প্রকৃত উদ্দেশ্য শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণ হলেও, ধর্মান্ধরা তা বিকৃত করে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার সৃষ্টি করে। যে সমাজে যুক্তিবোধ ও মানবতা অনুপস্থিত, সেখানে ধর্ম নয়, ধর্মান্ধতাই বড় বিপদ হয়ে দাঁড়ায়। - আরিফুর রহমান, নরওয়ে।

ধর্মান্ধতা ও মানবিক বিপর্যয়; শ্লোক - ৫১৮


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন