মিনি কাব্য - ১৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভবিষ্যত পানে চলছি;
আমরা সবাই একমুখী যাত্রী।
গন্তব্যে কেউ আগে পৌছায়
হওয়ার আগে রাত্রী।

মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

মিনি কাব্য - ১৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখ - দুঃখের উপরে
কারো স্বত্বাধিকার নেই।
সময় হলে জীবনে
তাহা আসবে - যাবেই।

মিনি কাব্য - ১৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সাদাকে সবাই সাদা দেখে
আমিও দেখি তাই।
সেই কথাটাই প্রকাশ করি
চিত্রে বা কবিতায়।

সময়; শ্লোক - ১৬৪

সময়কে যায় না দেখা
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।

পাদটীকা: সময় মূলত অদৃশ্য হলেও সময়ের স্রোত দৃশ্যমান, সময়ের স্রোতে পরিবর্তিত সকল পরিবর্তন, উত্থান এবং পতন দৃশ্যমান।
আরিফুর রহমান, নরওয়ে।

সময়; শ্লোক - ১৬৪


মিনি কাব্য - ১৬২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিরকাল থাকবে না কেউ,
মনে রাখবে না কেউ।
কালের ধূলোয় ঢেকে যাবে সব।
ভুলে যাবে সবাই, ভুলে যাবে রব।

শুরু; শ্লোক - ১৬১

বিশাল বড় বট বৃক্ষ,
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।

পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

শুরু; শ্লোক - - ১৬১


মিনি কাব্য - ১৫৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।

শিল্পী; শ্লোক - ১৫৪

শিল্পীরা ধনী হয়
মৃত্যুর পরে।
জীবদ্দশায় হতাশায়
কুঁড়ে ঘরে।

পাদটীকা: শিল্পী আপন শিল্পকর্ম বিক্রি করে ধনী বনে গেছেন, বা শিল্পকর্ম বিক্রি করে সুখে জীবন যাপন করেছেন এমন সুখী শিল্পীর দৃষ্টান্ত কোথাও পাইনি। শিল্পী জীবদ্দশায় দুর্বিষহ জীবন যাপন করেছেন, মৃত্যুর পর বিখ্যাত বনে গেছেন আর তার শিল্পকর্ম বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে, যা দেখার বা ভোগ করার সৌভাগ্য শিল্পীর কখনো হয়নি, কোন কোন ক্ষেত্রে শিল্পকর্ম বিক্রির বিপুল অর্থ গিয়েছে তৃতীয় পক্ষের পকেটে।
আরিফুর রহমান, নরওয়ে।


শিল্পীর রঙ মাখা হাত

মিনি কাব্য - ১৪৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিত্রকর অথবা লেখক
উভয়ই শিল্পী আমার চোখে।
একজন ছবি আঁকে রঙ তুলিতে,
অন্যজন শব্দে শব্দ গেঁথে।

মিনি কাব্য - ১৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিত্রকর ছবি আঁকে
রঙ তুলিতে ক্যানভাসে।
কথাশিল্পী ছবি আঁকে
লেখায় ভাবনার প্রকাশে।

প্রাণ; শ্লোক - ১৪৫

সকল জীবের ক্ষুধা আছে,
আছে কাম, বুদ্ধি, প্রাণ।
ধরার বুকে জন্ম নেয়া
প্রতিটি প্রাণ মূল্যবান।

পাদটীকা: পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে কোটি কোটি বছরের বিবর্তনের ফলে। আর এই কারণের পৃথিবীর বুকে জন্ম নেয়া প্রতিটি প্রাণ অনেক মূল্যবান। 
আরিফুর রহমান, নরওয়ে।

প্রাণ; শ্লোক - ১৪৫


স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

মিনি কাব্য - ১৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কোন বৃক্ষকে যখন
একত্র থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়,
নতুন মাটিতে শিকড় বিছিয়ে
শক্ত হয়ে দাঁড়াতে তার সময় লেগে যায়। 

মাপকাঠি; শ্লোক - ১৪০

ধার্মিক বা অধার্মিক
ভালো মন্দের মাপকাঠি নয়।
ভালো - মন্দ নির্ণয়
ব্যক্তির কর্ম গুণ বিচারে হয়।

পাদটীকা: কোন কিছুতে বিশ্বাস স্থাপন করা বা না করা কখনো কারোর পরিচয় নয়, ব্যক্তির কর্ম ব্যক্তির সত্তার ভালো বা মন্দ নির্ণয়ের মাপকাঠি।

মাপকাঠি পরিমাপ

মিনি কাব্য - ১৩৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ধরিত্রীর কাদায় স্বর্গলোকের
দেবমূর্তি গড়া হয়।
বাস্তবতায় রঙ তুলি দিয়ে
কল্পকাহিনী রচিত হয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন