মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখ - দুঃখের উপরে
কারো স্বত্বাধিকার নেই।
সময় হলে জীবনে
তাহা আসবে - যাবেই।