সময়কে যায় না দেখা
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।
পাদটীকা: সময় মূলত অদৃশ্য হলেও সময়ের স্রোত দৃশ্যমান, সময়ের স্রোতে পরিবর্তিত সকল পরিবর্তন, উত্থান এবং পতন দৃশ্যমান।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন