মিনি কাব্য - ১৩৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দিনকে দিন ধাবিত হচ্ছি
মৃত্যুর পথে।
যাচ্ছি সবাই ধীর গতিতে
সময়ের রথে।

মিনি কাব্য - ১৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
গাছ থেকে ফল পেতে
বীজ বুনিতে হয়।
ডিমে নিয়মিত তা দিলে
তবেই, ফুটে বাচ্চা হয়।

মিনি কাব্য - ১৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রতিটি বইয়ের প্রতিটি শব্দ
মানুষের হাতে লেখা।
এই গোপন সত্যটি,
দর্শন আর যুক্তি থেকে শেখা।

মিনি কাব্য - ১২৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো কাজে স্বর্গ সুখ
মন্দ কাজে আসে দুঃখ।
ভালো কাজে জীবন গড়ো
নয়তো, চোখের জলে ভাসবে বুক।

যোগফল; শ্লোক - ১১৫

বীজগণিতে, দুই বিয়োগ
যোগ করলে যোগফল হয়।
বাস্তবতায় দুই বিয়োগের
ফলাফল শূন্য হয়েই রয়।

পাদটীকা: গণিতে কোনো কিছুকে মূল্য কল্পনা করে ইতিবাচক ফলাফল দাঁড় করানো গেলেও জীবনের খাতায় সব অঙ্ক একই নিয়মে মেলে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগফল; শ্লোক - ১১৫


মানুষ দর্শন; শ্লোক - ১১৩

নরকে নয় ধরার মাঝে মানবে,
মুখ ও মুখোশে হাসে শয়তান।
অনুরূপ, সাধারণ মানব বেশে
খুঁজলেই পাবে আছে ভগবান।

পাদটীকা: শয়তানের বৈশিষ্ট্য সম্বলিত প্রাণী শুধুমাত্র নরকে, বা দেবতার বৈশিষ্ট্য সম্বলিত শুধুমাত্র স্বর্গে বিরাজমান নয়। উভয় সত্তার বৈশিষ্ট্য সম্বলিত মানুষ আমাদের আশেপাশেই বিরাজমান। আর এই সত্তাদ্বয় কে সনাক্ত করতে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট।    
আরিফুর রহমান, নরওয়ে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩


স্বর্গ; শ্লোক - ১১১

স্বর্গের বর্ণনা রূপকথায়
আর আছে ধর্ম কথায়।
সংসার-ভবে স্বর্গ মেলে
ভালো কাজ ও কথায়।

পাদটীকা: স্বর্গের বর্ণনা শুধুমাত্র রূপকথা বা ধর্মে বিরাজমান। আর স্বর্গের অস্তিত্ব ভূপৃষ্ঠে বর্তমান। স্বর্গ বিরাজমান পৃথিবীর প্রকৃতিতে, প্রাণীতে, মানব সংসারের ভালো কাজ, কথা ও কর্মে। 
আরিফুর রহমান, নরওয়ে।

স্বর্গ; শ্লোক - ১১১


মিনি কাব্য - ১০৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যা ছিলো তা হারিয়ে গেলে
অভাব বোধ জাগে মনে।
যা ইতোপূর্বে অস্তিত্বহীন
তা হারানোর ভয় অসমীচীন।

মিনি কাব্য - ১০২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্ম যাহার আছে
মৃত্যু তাহার হবে।
জীবদ্দশার পদচিহ্ন
স্মৃতি হয়ে রবে।

মিনি কাব্য - ১০১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
উত্তরাধিকার সূত্রে আমি
পাইনি ধণ, পাইনি পণ।
কথা ও কাজে স্বকীয়তা,
থাকবো আমি যতক্ষণ।

মিনি কাব্য - ১০০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মূর্তি গড়ার সময়
যত্নে গড়তে হয়।
পুঁড়িয়ে শক্ত হলে,
বাঁকানো সম্ভব নয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন