সৌন্দর্য; শ্লোক - ৪১৫

গায়ে রঙ যেমনই হোক
অন্তর যার আলো।
সে জন ভালোর মাঝে
শত গুণে ভালো।

পাদটীকা: বাহ্যিক রূপের সৌন্দর্যের চেয়ে আত্মিক রূপের সৌন্দর্য অধিক গুরুত্বপূর্ণ।
আরিফুর রহমান, নরওয়ে।

সত্য প্রতিষ্ঠা; শ্লোক - ৪১৪

মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা
অনৈতিকতার পরিচয়।
সত্য সর্বদা প্রতিষ্ঠিত হোক,
মিথ্যাকে কখনো নয়।

পাদটীকা: আমরা যদি সততা, ন্যায় কথা বা কাজের পক্ষে থাকি থাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে সৎ কর্ম করতে, নয়তো সমাজ একদিন মিথ্যায় ভরে যাবে আর সততা দুষ্প্রাপ্য মূল্যবোধে পরিণত হবে। তাই, জেনে বুঝে মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা উচিত নয়। সত্যের পক্ষে সর্বদা থাকা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সমতা; শ্লোক - ৪০০

যত আছে নারী পুরুষ কিন্নর কিন্নরী,
মানবিক মাপে সকলেই সমান।
একই পথে ভূমিষ্ট সব মানব সন্তান,
সকলের তরে সমান সম্মান।

পাদটীকা: মানবিক মূল্যবোধের পরিমাপে, মানুষ হিসেবে প্রতিটি মানুষই সমান।
আরিফুর রহমান, নরওয়ে।

বৈশিষ্ট্য; শ্লোক - ৩৯৬

প্রকৃত মহাজন আপন গুণে মহান,
অন্যকে সে না করে অপমান।
প্রকৃত জ্ঞানীজন, জ্ঞান করে দান;
আচরণেই হয় বৈশিষ্ট্য প্রমাণ।

পাদটীকা: মহানুভবতা বা আত্মীয়তা মানুষের গায়ে লেখা থাকে না, আচরণে প্রকাশ পায়।
আরিফুর রহমান, নরওয়ে।

বৈশিষ্ট্য; শ্লোক - ৩৯৬
ছবি: রায়ান কুইন্টাল

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪

শিল্প যেথা মূল্যহীন
হয় অবমূল্যায়ণ।
সেভূমে মহা অপরাধ
শিল্পীর জন্ম স্বয়ং।

পাদটীকা: যে দেশে শিল্পী ও শিল্পকর্মের অবমূল্যায়ন হয়, সেখানে শিল্পীর জন্ম অপরাধ তুল্য।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪
ছবি: রডিয়ান কুতসয়েভ

চাকচিক্য; শ্লোক - ৩৮৬

চকচক করিলেই সব
পরিণত হয় না স্বর্ণে।
বিচার না করিও কভু
দেখিয়া বাহ্যিক বর্ণে।

পাদটীকা: চাকচিক্যময় বস্তু মানেই যেমন স্বর্ণ নয়, অনুরূপ সুশ্রী মনেই ভালো মানুষ নয়। বাহ্যিক রূপ সর্বদা চারিত্রিক রূপের প্রতিফলন নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

চাকচিক্য; শ্লোক - ৩৮৬
চিত্র: আরিফুর রহমান

গন্তব্য; শ্লোক - ৩৭২

নদীর উৎপত্তি ঝরণা হলেও
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য। 

পাদটীকা: নদীর উৎপত্তি ঝর্ণায় হলেও সে সকল বাধাকে উপেক্ষা করে সাগরে গিয়ে মিলিত হয়। কোনো বাধাই নদীর গন্তব্যকে থামাতে পারে না। অনুরূপ বিজ্ঞ বা জ্ঞানী সমাজের যে স্তরেই থাকুক না কেন, সে সকল বাধাকে উপেক্ষা করে আপন লক্ষ্যে ছুটে চলে মূর্খ লোকদের কটু কথা তাকে লক্ষ্য হতে বিচ্যুত করতে পারে না।    
আরিফুর রহমান, নরওয়ে।

গন্তব্য; শ্লোক - ৩৭২

অনুসরণীয়; শ্লোক - ৩৭১

উৎকৃষ্ট কথা ও কর্ম ব্যক্তিকে
অনুকরণীয় অনুসরণীয় করে।
মানুষ তাকেই অনুসরণ করে
যাকে সে আদর্শ মনে করে। 

পাদটীকা: সাধারণকে নয়, অসাধারণকেই মানুষ অনুকরণ এবং অনুসরণ করে। অনুকরণীয় এবং অনুসরণীয় হতে চাইলে ব্যক্তির অসাধারণ মূল্যবোধ থাকাটা ব্যাধ্যতামূলক। 
আরিফুর রহমান, নরওয়ে।

পশু; শ্লোক - ৩৪৮

কোন কোন পশু হিংস্র,
বাস করে তারা বনে।
সভ্য সমাজে মানব ইতর
হিংস্র বর্বর আচরণে। 

পাদটীকা: সভ্য সমাজে বাস করলেই কেউ সভ্য হয়ে যায় না, সভ্য সত্তা লালন করতে হয়। যে ব্যক্তি মনে প্রাণে এবং আচরনে সভ্য সেই প্রকৃত সভ্য।
আরিফুর রহমান, নরওয়ে।
  

মিনি কাব্য - ৩৩৯

মিনি কাব্য - ৩৩৯
আরিফুর রহমান
-----------------
মানুষ বেঁচে থাকে দুই ভাবে, কর্মে ও ধর্মে।
জীবন্ত থাকা মানেই বেঁচে থাকা নয়,
আদর্শহীন জ্যান্ত মানুষ মৃতই বলা যায়;
মানুষ মরে গিয়েও অমর হয় কর্ম যোগ্যতায়।

মিনি কাব্য - ৩৩৮

মিনি কাব্য - ৩৩৮
আরিফুর রহমান
-----------------
প্রকৃতি মানুষের শিক্ষক;
সময়ে সে দেখায়, শেখায়।
যে জন অন্তর চক্ষু শূণ্য,
কিছুই সে বুঝিতে না পায়।

মিনি কাব্য - ৩৩৪

মিনি কাব্য - ৩৩৪
আরিফুর রহমান
-----------------
জীবিত যে জন আদর্শহীন, সে
মৃতজীব তথা আদর্শীক রূপে মৃত।
অনুরূপ আছে বহু গুণী জন
মৃত্যুর পরেও স্বীয় কর্মে জীবিত।

মিনি কাব্য - ৩২৪

মিনি কাব্য - ৩২৪
আরিফুর রহমান
-----------------
জীবনে বড় হতে হলে
লক্ষ্য রাখো বড়।
সঠিক সময়ে লক্ষ্য পথে
সঠিক কর্ম করো।

মিনি কাব্য - ৩২৩

মিনি কাব্য - ৩২৩
আরিফুর রহমান
-----------------
রোগাক্রারান্ত রাষ্ট্র সমাজ
যদিও থাকে উর্ধমূখী অর্থনীতি;
ব্যাঙ্ক ভান্ডার শূণ্য করে
পোঁকা মাকড়ের লাগামহীন দূর্নীতি।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২

যে বৃক্ষ প্রতি শাখায় কীটাক্রান্ত
সে বৃক্ষ অসুস্থ।
সে রাষ্ট্র ঘূণে ধরা বিকলাঙ্গ, যেথা
দূর্নীতিবান প্রশস্ত।

পাদটীকা: যে রাষ্ট্রে দুর্নীতিবাজদের হাত প্রশস্ত সে রাষ্ট্র অসুস্থ, রাষ্ট্রের চালিকা শক্তি দুর্নীতিবাজদের কারণে দুর্বল, রাষ্ট্রীয় সম্পদ ভুল হাতের হস্তগত।  
আরিফুর রহমান, নরওয়ে।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২


মিনি কাব্য - ৩১৫

মিনি কাব্য - ৩১৫
আরিফুর রহমান
-----------------
যেথা অনুচিত, অন্যায়, অসত্য বিরাজমান
ধর্ম সেখানেই প্রয়োজন।
যেথা উচিত, ন্যায়, সত্য স্বীকৃত - প্রতিষ্ঠিত
ধর্ম সেখানে নিষ্পয়োজন।

মিনি কাব্য - ৩০৯

মিনি কাব্য - ৩০৯
আরিফুর রহমান
-----------------
অন্যায় দেখিয়া যে
নত মস্তকে এড়িয়ে যায়।
দূর্বল ‌অমানব সে
অমেরুদন্ডীয় বলে গণ্য হয়।

মিনি কাব্য - ৩০৫

মিনি কাব্য - ৩০৫
আরিফুর রহমান
-----------------
পঁচা শামুকে কাটে পা,
চিকন সূঁচে লাগে ঘা।
কোন কিছুকে তুচ্ছ ভেবে
অবহেলা করা উচিৎ না।

মিনি কাব্য - ৩০৩

মিনি কাব্য - ৩০৩
আরিফুর রহমান
-----------------
আয়না প্রতিবিম্ব দেখায়,
দেয়াল ধ্বনির প্রতিধ্বনি শোনায়,
মানুষ ‌শিক্ষা থেকে শেখে,
কৃত কর্মে জ্ঞানের প্রকাশ ঘটায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন