সংবাদ সংজ্ঞা; শ্লোক - ২৯৮

যে সংবাদ অসত্য, ভিত্তিহীন
তাহা হলুদ বলেই গণ্য হয়।
ঘটা ঘটনার সত্য উচ্চারণ
সংবাদ বলে পরিগণিত হয়।

পাদটীকা: অসাধু ও অসত্য সংবাদ মাধ্যমের পরিচয় বিশ্লেষণ প্রসঙ্গে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মিখাইল রক্ষিত্যানস্কি

মিনি কাব্য - ২৯৭

মিনি কাব্য - ২৯৭
আরিফুর রহমান
-----------------
কুঁয়োর ব্যাঙ না জানে কভু
সাগর দেখিতে কেমন।
মানুষ আসলে তেমনই ভাবে,
যার জ্ঞানের পরিধি যেমন।

মিনি কাব্য - ২৯৪

মিনি কাব্য - ২৯৪
আরিফুর রহমান
-----------------
মুখোশে ঢেকে, ছলনায় মেখে
আড়াল হয় ক্ষণিকের তরে। ‌
সত্য, সুন্দর, সূর্যের আলো
যায় না ঢাকা চির তরে।

মিনি কাব্য - ২৯৩

মিনি কাব্য - ২৯৩
আরিফুর রহমান
-----------------
অগ্রাহ্য সর্বদা সমাধাণ নহে;
অশিক্ষায় অসভ্যতা বাড়ে,
‌অবহেলায় অসুখ না সারে,
অপচিকিৎসায় প্রাণ কারে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৮৮

মিনি কাব্য - ২৮৮
আরিফুর রহমান
-----------------
কভু যদি পরে চক্ষুতে ছানি,
আরোগ্য দেয় সুচিকিৎসা খানি।
যার অন্তর চক্ষুতে পর্দা ছানি,
উপশম না দেয় জমজমের পানি।

মিনি কাব্য - ২৮৭

মিনি কাব্য - ২৮৭
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন শিক্ষিত হয়ে
মূর্খের মত কথা কয়।
শিক্ষা সনদ নিছক কাগজ
আবর্জনায় গণ্য হয়।

মিনি কাব্য - ২৮২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখে আমি সংযম করি,
অনুরূপ করি দুখে।
মনের কথা মনেই রাখি
প্রকাশ না করি মুখে।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২

তুমি যাকে ভাবিছো দেব
সে আসলে মানুষ।
লালসায় পরিলে দেব
হারাইবে সব হুস।

পাদটীকা: জগতের কোন মানুষই তার স্বীয় সত্তার উর্ধে নন। তাই বিশেষ পরিবেশ পরিস্থিতিতে দেব তুল্য মানুষেরও জৈবিক রূপ প্রকাশ পায়।  
আরিফুর রহমান, নরওয়ে।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২


মিনি কাব্য - ২৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় সত্য প্রদর্শক;
ক্রমান্বয়ে সব দেখায়।
ভবিষ্যত করণীয় টুকু
অতীত বর্তমান শেখায়।

রূপগুণ; শ্লোক - ২৬৭

সুশ্রী রূপে ভূমিষ্ট হওয়া
ব্যক্তির কৃতিত্ব শূন্য।
সুজন সুশীল ব্যক্তি হও
আত্মগুণেই সম্পূর্ণ।

পাদটীকা: সুন্দর রূপে জন্মগ্রহণ করাটা কৃতিত্বের নয়, বরং অনৰ্নিহিত ভালো গুণগুলোকে অর্জন করে গুণবান এবং ভালো মানুষ হিসেবে আপন সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারাটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষণ। 
আরিফুর রহমান, নরওয়ে।

রূপগুণ; শ্লোক - ২৬৭


সাধনা; শ্লোক - ২৫৯

কাল ছিল ভিলেন,
আজকে সে নায়ক।
বাথরুম সিঙ্গার
সাধনায় গায়ক।

পাদটীকা: মনে প্রাণে সাধনা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সঠিক লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে চললে সফল হওয়া যায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

সাধনা; শ্লোক - ২৫৯


নানা; শ্লোক - ২৪৯

নানা যুক্তি
নানা মত।
নানা গন্তব্য
নানা পথ।

পাদটীকা: আমাদের সকলের শিক্ষা, জ্ঞান, চিন্তা চেতনা এক নয়।  তাই আমাদের যুক্তি এবং মতাদর্শ ভিন্ন। পৃথিবীতে অনেক পথ, কিন্তু সকলের গন্তব্য বা লক্ষ্য এক নয়, তাই আমরা ভিন্ন ভিন্ন পথে হাটি।
আরিফুর রহমান, নরওয়ে।

নানা; শ্লোক - ২৪৯


মিনি কাব্য - ২৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমরা তখনই হই ব্যর্থ,
যখন লক্ষ্যার্জনে সংকল্প হতে হই বিচ্যুত।
আমরা ততক্ষণ জীবিত,
যতক্ষণ হৃদযন্ত্র শ্বাসপ্রশ্বাস চলে অবিরত।

অযত্ন; শ্লোক - ২৩১

অযত্নে অবহেলায়
আগাছা বাগিচায় ক্রমাগত।
স্বাস্থ্য অসচেতনতায়
রোগ ব্যধি হয় সংক্রামিত।

পাদটীকা: অযত্নে অবহেলায় যেমন সাজানো বাগান অগাছায় পরিপূর্ণ হয়ে বাগানের সৌন্দর্য নষ্ট হয়, অনুরূপ অবহেলা আর অযত্নে সুস্বাস্থ্য নষ্ট হয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

অযত্ন; শ্লোক - ২৩১


মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

মিনি কাব্য - ২২৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জয়োধ্বনি শুনতে হলে
করতে হয় যোগ্য কাজ।
পরিশ্রমী ব্যক্তিই পায়
সম্মান, স্বীকৃতি, তাজ।

মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

মিনি কাব্য - ১৫৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।

মিনি কাব্য - ১০১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
উত্তরাধিকার সূত্রে আমি
পাইনি ধণ, পাইনি পণ।
কথা ও কাজে স্বকীয়তা,
থাকবো আমি যতক্ষণ।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন