কোন কোন পশু হিংস্র,
বাস করে তারা বনে।
সভ্য সমাজে মানব ইতর
হিংস্র বর্বর আচরণে।
বাস করে তারা বনে।
সভ্য সমাজে মানব ইতর
হিংস্র বর্বর আচরণে।
পাদটীকা: সভ্য সমাজে বাস করলেই কেউ সভ্য হয়ে যায় না, সভ্য সত্তা লালন করতে হয়। যে ব্যক্তি মনে প্রাণে এবং আচরনে সভ্য সেই প্রকৃত সভ্য।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন