যে বৃক্ষ প্রতি শাখায় কীটাক্রান্ত
সে বৃক্ষ অসুস্থ।
সে রাষ্ট্র ঘূণে ধরা বিকলাঙ্গ, যেথা
দূর্নীতিবান প্রশস্ত।
সে বৃক্ষ অসুস্থ।
সে রাষ্ট্র ঘূণে ধরা বিকলাঙ্গ, যেথা
দূর্নীতিবান প্রশস্ত।
পাদটীকা: যে রাষ্ট্রে দুর্নীতিবাজদের হাত প্রশস্ত সে রাষ্ট্র অসুস্থ, রাষ্ট্রের চালিকা শক্তি দুর্নীতিবাজদের কারণে দুর্বল, রাষ্ট্রীয় সম্পদ ভুল হাতের হস্তগত।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন