মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বালিকা তুমি থেমো না
চলতে থাকো আপন পথে,
প্রকাশ করো ভাবনা তোমার
আপন রঙে আপন ঢঙে।