মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।