আত্মার সম্পর্ক যত,
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।
পাদটীকা: আত্মার সম্পর্ক পরিচিত ওয়ায়াই ফাই সংযোগে পুনরায় সংযোগের মত, নিদৃষ্ট সীমানায় আসলেই তা স্বয়ংক্রিয় ভাবে পুনরায় সংযোগ লাভ করে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন